বরিশালে অনুষ্ঠিত হলো শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস’১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান

রিমা আক্তার তাহাঃ’শিশু গড়বে সোনার দেশ-পায় যদি সে পরিবেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন,বরিশাল ও বাংলাদেশ শিশু একাডেমী,বরিশাল এর আয়োজনে এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) ও ওয়ার্ড ভিশন এর সহযোগীতায় ৩দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হলো আজ। বেলা ১১টায় অশ্বিনী কুমার হল,বরিশাল এ শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস’১৫এর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন জনাব জেবুন্নেছা আফরোজ,মাণনীয় সংসদ সদস্য,বরিশাল-৫।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ হুমায়ুন কবির,পিপিএম-বার,ডিআইজি,বরিশাল রেন্জ্ঞ, বরিশাল।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড.গাজী মোঃ সাইফুজ্জামান,জেলা প্রশাসক,বরিশাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন কৃষ্ণ দে-সভাপতি খেলাঘর,আক্কাস হোসেন-বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বরিশাল,ডাঃ সৈয়দ হাবিবুর রহমান-সভাপতি,মানবাধিকার জোট,বরিশাল,পঙ্কজ রায় চৌধুরী’ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলো বরিশালের সকল স্কুল সহ প্রায় ৩৯টি প্রতিষ্ঠান।এনসিটিএফ থেকে বক্তব্য রাখেন মিম রহমান -শিশু সাংবাদিক,এনসিটিএফ বরিশাল।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যর মাধ্যমে “শিশু অধিকার”এর নানা দিক তুলে ধরেন শিশুদের মাঝে।