চাঁপাইনবাবগঞ্জে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৯ জুন শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে জেলা এনসিটিএফ এর আয়োজনে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে এনসিটিএফ এর মতবিনিময় সভায় শিশুদের নানাবিধ সমস্যা উঠে আসে। মুক্ত আলোচনায় শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরে। এসময় শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চিত্রলেখা নাজনীন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ড. মাজহারুল ইসলাম তরু, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোহাঃ শাহ্ আলম, অব: শিক্ষক নবাবগঞ্জ সরকারী কলেজ, মোহিত কুমার দা, সভাপতি, জাতীয় সাহিত্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ। সভায় অতিথিবৃন্দ চাঁপাইনবাবগঞ্জকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তোলার নানা বিধ আলোচনা করেন। বিভিন্ন পরামর্শ প্রদান করেন শিশুদের। বাংলাদেশ শিশু একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় জেলার এনসিটিএফ কার্যনির্বাহী কমিটিসহ ৩০ জন সাধারন সদস্য, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, সিআরপি, সেভ দ্য চিলড্রেন উপস্থিত ছিলেন।