ঠাকুরগাঁও সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দায়বদ্ধতামূলক প্রশিক্ষণ এবং বড়দের সাথে সভা অনুষ্ঠিত

গত ২০ এবং ২১ জুন  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলার এর আয়োজনে  সামাজিক দায়বদ্ধতা মুলক কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় ভিত্তিক দায়িত্ববাহকদের সরাসরি জবাবদিহিতা মুলক পরিকল্পনা তৈরীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও সভা জেলার সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রায় ৩৫ জন শিক্ষার্থীদের সাথে এবং পরবর্তী দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক, অভিভাবক সহ প্রতিষ্ঠানের শিশুদের সাথে বড়দের  শিশু অধিকার, সামাজিক দায়বদ্ধতা এর প্রয়োজনীয়তা এবং উন্নয়ন পরিকল্পনা তৈরীর ধারনা প্রদান করা হয়। শিশুরা ও বড়রা সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন ও গুরুত্ব বিবেচনা করে আগামী ৬ মাসের উন্নয়ন লক্ষ্য ধরে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নযোগ্য বিষয় নিয়ে একটি পরিকল্পনা তৈরী করে যেখানে তারা টয়লেট সংস্কার, ফ্যান প্রদান, বাগান গেট, খেলার জন্য ফুটবল এবং ক্রিকেট সেট, স্কুল প্রাঙ্গনে ডাস্টবিন স্থাপন, জানালা মেরামত, স্কুল মাঠ সংস্কার, বুক কর্ণারে নতুন বই প্রদানসহ গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে আসে। শিশু ও বড়দের সম্মতিতে তৈরীকৃত পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়ন হবে এবং নিয়মিত পর্যবেক্ষন ও সভা করে বিদ্যালয়ের সুষ্ঠ উন্নয়ন করে শিশু বান্ধব বিদ্যালয় গঠনে অংশগ্রহনকারীরা অঙ্গীকারবদ্ধ হয়। স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি বলেন, শিশুদের সাথে করা আজকের এই কর্মপরিকল্পনাটি আমরা বাস্তবায়নে কাজ করবো। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, কর্মপরিকল্পনায় উঠে আসা বিষয়গুলোর আলোকে শুধুমাত্র মাঠ সংস্কারের জন্য আমাদের সহযোগিতা দরকার। বাকিগুলো স্কুল ম্যানিজিং কমিটিই বাস্তবায়ন করতে পারবে। মাঠ সংস্কারের জন্য প্রধান শিক্ষককে বলবো উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন করলে বিষয়টি দেখা হবে। এমন একটি আয়োজন করার জন্য এনসিটিএফকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে সকল জায়গায় স্বচ্ছতা ও উন্নয়ন সাধন হবে বলে সকলে মনে করেন।