অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির প্রথম সভা ও ট্রেনিং

আগামী ২৩ ও ২৪ জুলাই গাজীপুরের ছুটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিটিএফ নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা ও ট্রেনিং। উক্ত ট্রেনিং ও সভায় অংশ গ্রহণ করবেন বাংলাদেশের ৬৪ জেলা থেকে নব-নির্বাচিত এনসিটিএফ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর কর্মকর্তাগণ।

এনসিটিএফ কর্তৃক জেলা প্রসাশক মৌলভীবাজার এর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ

১৭ জুলাই ২০১৮ এনসিটিএফ মৌলভীবাজারের উদ্যোগে রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ এর সহযোগীতায় জেলা প্রসাশক মোঃ তোফায়েল আহমেদ এর এক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারের বিষয় ছিলো মৌলভীবাজার জেলার শিশু ভিক্ষাবৃত্তি, বন্যা ও বন্যা পরবর্তি পরিস্থিতি।
সাক্ষাৎকারটি গ্রহন করে সভাপতি দীপ্রধর অর্ঘ, সহ সভাপতি নুসাইবা ইবনাত রূপন্তি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম মোহাম্মদ বুখারি ও সাংঠনিক সম্পাদক কৃতিময় রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লিকন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদি হাসান, জেলা ভালান্টিয়ার মোঃ কামরুল ইসলাম, রোমানা আক্তার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন পাল ধ্রুব ও মোঃ ফাহিম। সাক্ষাৎকারটিসহ শিশু ভিক্ষাবৃত্তি ও বন্যা সম্পর্কিত রিপোটটি রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ তে সম্প্রচার করা হবে।