রংপুরের শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৭ জুন বিকাল ৩ টায় এনসিটিএফ রংপুর জেলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন শিশুদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত ছিলেন। জেলা এনসিটিএফ কার্যনিবার্হী কমিটি এবং সাধারন সদস্যসহ মোট ২৭ জন শিশু এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এনসিটিএফ রংপুর জেলা গত এক বছর জেলার বিভিন্ন স্কুল এবং হাসপাতাল মনিটরিং করেন। মনিটরিং এর মাধ্যমে শিশুরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এছাড়া মতবিনিময় সভাকে কেন্দ্র করে এনসিটিএফ জেলায় একটি তথ্য ফরম সংগ্রহ করে। যেখানে ৫৫ জন শিশু অংশগ্রহণ করে। মনিটরিং রিপোর্ট, তথ্য ফরমের মাধ্যমে উঠে সমস্যার উপর শিশুরা চারটি বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ মোট ০৮ সমস্যা এবং ১৫ সুপারিশ তুলে ধরে। শিশুদের পক্ষ থেকে উঠে আসা সমস্যা এবং সুপারিশসূমহ অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করে হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন শিশুদের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখা হবে। ‍শিশু একাডেমী কমপ্লেক্স নিমার্নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন তিনি। এনসিটিএফ কার্যনিবার্হী কমিটির সদস্যদের বিনামূল্যে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন মেরিনা লাভলী, সাংবাদিক, চ্যানেল আই। এনসিটিএফ এর যে কোন কাজে স্কাউটসের সহযোগিতা থাকবে বলে জানান, মোঃ ‍সৈকত হোসেন, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনমুল হাবীব, জেলা প্রশাসক, রংপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌস আলম, জেলা ক্রীড়া অফিসার, ইমরান মিয়াঁ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রংপুর, তৈাহিদুল ইসলাম টুটুল, সদস্য, শিশু একাডেমী, রংপুর, এম. এ ওয়াহেদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর। বাংলাদেশ শিশু একাডেমী, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আব্দুল্লাহ ইবনে আশরাফ (অর্ণব), সভাপতি ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), রংপুর।