আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে শিশুদের সাক্ষাত

দেশজুড়ে শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে দ্রুতই চালু হতে যাচ্ছে ’জাস্টিস অডিট সিস্টেম’ বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এর ফলে শিশু নির্যাতন মামলাগুলোর তদারকি ও হালনাগাদ করা সহজ হবে এবং দ্রত বিচার সম্পন্ন করা যাবে। ১০ জুলাই, বাংলাদেশ সচিবালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচিত শিশু প্রতিনিধিদের সঙ্গে এক সাক্ষাতে তিনি এসব জানান। এ সময়ে শিশু নির্যাতন প্রতিরোধে নিজেদের কিছু সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া ও সিনিয়র সহকারী সচিব মো: রেজাউল করিম।

শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রত বিচারের আওতায় আনা, শিশু আইন ২০১৩ এর বাস্তবায়ন, দেশব্যাপী শিশু হেল্প লাইন ১০৯ এর দ্রুত প্রসার, শিশুদের প্রতি শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে সবাইকে সচেতন করে তোলা ইত্যাদি দাবিকে প্রাধান্য দিয়ে নানা সুপারিশ উপস্থাপন করে শিশুরা।

মাননীয় মন্ত্রী জানান, শিশু নির্যাতন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরও ৪১ টি পদ সৃষ্টি করে তাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ‘বিচার বিভাগের ওপর আস্থা হারিয়ে ফেললে আইন নিজের হাতে তুলে নেবার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেটি যাতে না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেফতাহুন নাহার, ফেরদৌস নাইম, মাহমুদা সিদ্দিকা, ফারিয়া মেহজাবীন খান, আহনাফ আনাম, মোহাম্মদ জাহিদ হোসেন, মারিয়াম আখতার ও সুমাইয়া আখতার।