এনসিটিএফ নাটোর জেলার বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা ২০১৭ অনুষ্ঠিত

২০ মার্চ  সকাল ১০টায় এনসিটিএফ নাটোর জেলার বার্ষিক সাধারন সভা এবং কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিশু সহ মোট ৭০ জন উপস্থিত ছিলেন। শিশুদের নিয়ে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সকাল ১০ টায় স্বাগত বক্তব্য দিয়ে কার্যক্রম শুরু করে চাইল্ড পার্লামেন্ট মেম্বার শিশির কুমার দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ। সারাদিন ব্যাপি এই আয়োজনে আগামী এক বছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। পাচটি দলে থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা একত্র করে চূড়ান্তভাবে একটি পরিকল্পনার তালিকা করা হয়। মোট ২২ টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করে এনসিটিএফ নাটোর। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন মো: ওয়ালিদ হাসান, সভাপতি, এনসিটিএফ নাটোর। এছাড়া সভায় সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো: মোস্তাফিজুর রহমান, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।