মুন্সিগঞ্জ জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

৮ই মার্চ সকাল ১০টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী মুন্সিগঞ্জ এর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় চারটি গ্রুপ হয়ে আগামী এক বছরের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। দলগুলো থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি। সম্ভাব্য ১৭ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ মুন্সিগঞ্জ কমিটি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা বেগম এবং  সভাপতিত্ত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি জনাব সজীব আহমেদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। সাধারন সদস্যদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটির দুটি শূন্য পদে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও বাংলাদেশ শিশু একাডেমি এনসিটিএফ কে সার্বিকভাবে সারাদেশব্যপী সহযোগিতা করছে।

কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র স্কুল কমিটি নির্বাচন অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে ০৯ মার্চ বুধবার বেলা ১১টায় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভোটের মাধ্যমে স্কুল কমিটি নির্বাচন করা হয়।
নির্বাচনে শাপলা আক্তারকে সভাপতি ও জেমিমা সাবরিনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। স্কুল কমিটি নির্বাচনে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম, সিনিয়র সহকারি শিক্ষক কাজি মইনুল আমিন ও মো: মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য ওয়াহিদুল রহমান চঞ্চল, এনসিটিএফ জেলা কমিটির সভাপতি কে এম রেজওয়ানুল হক নুরনবী, সহ-সভাপতি সংগ্রামী প্রীতি বাধঁন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, যুগ্ম সম্পাদক এবি এম শাহরিয়ার, শিশু গবেষক হাসানাত আলিমুন, শিশু সাংবাদিক তরিকুল ইমলাম স্বপ্ন ও লুবনা আফসারী, চাইল্ড পার্লামেন্ট মেম্বার সাদিক হোসেন রাহাদ, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার ফারজানা ইয়াসমিন ও মিঠুন দেব প্রমুখ। এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থীদের এনসিটিএফ কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয়। নব নির্বাচিত এই কমিটি এখন থেকে শিশুদের বিভিন্ন সমস্যা ও শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবে।