এনসিটিএফ নারায়নগঞ্জ জেলার মার্চ মাসের সভা অনুষ্ঠিত

এনসিটিএফ নারায়নগঞ্জ জেলার কার্যনির্বাহী কমিটির মাসিক সভা ৫ই মার্চ জেলা শিশু একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সভাপতি আদিবা রশিদ। সভায় কার্যনির্বাহি সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারন সভা, র‍্যালী, মুখপত্র প্রকাশনা, কার্যনির্বাহী কমিটির শূন্যপদ পূরন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মনোয়ারা সুরুজ এবং সেভ দ্য চিলড্রেনের ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ সম্পন্ন হয়েছে।

৮ মার্চ গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতি আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, সরকারি শিশু পরিবার বালিকা এর সহকারি শিক্ষক ফরিদা পারভীন, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাবেক সভাপতি মনির হোসেন মিলন, সাধারণ সম্পাদক খন্দকার ওমর আল সানি, রকিবুদ্দৌলা রনি, জান্নাতুল মাওয়া, জেলা ভলান্টিয়ার মারফিয়া সিলভী প্রমূখ। সভায় বার্ষিক কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এনসিটিএফ জেলা ভলান্টিয়ার মো. তাওহীদ তুষার। সভার শুরুতে ৪ টি গ্রুপে বার্ষিক কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়। এতে জেলায় শিশু অধিকার বাস্তবায়নে ২০ টি উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও এনসিটিএফ জেলা কমিটির প্রায় ১০০ জন শিশু সদস্য অংশগ্রহণ করেন।

এনসিটিএফ নারায়ণগঞ্জ জেলার বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা ২০১৭ অনুষ্ঠিত

১২ই মার্চ সকাল ১১টা থেকে বাংলাদেশ শিশু একাডেমী নারায়নগঞ্জ এর কার্যালয়ে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা এবং কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার অর্ধশতাধিক এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই সভায় চারটি গ্রুপ হয়ে ২০১৭ সালের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করা হয়। দলগুলো থেকে প্রাপ্ত খসড়া পরিকল্পনা গুলো গ্রুপ ভিত্তিক উপস্থাপনের মধ্যেমে সকলের সম্মতিক্রমে একটি চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে এনসিটিএফ কার্যনির্বাহি কমিটি। সম্ভাব্য ১৫ টি পরিকল্পনা বাস্তবায়নে এই বছর কাজ করবে এনসিটিএফ নারায়নগঞ্জ কমিটি। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মো: আব্দুস সালাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব মনোয়ারা বেগম,  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মনোয়ারা সুরুজ, বিশিষ্ট সমাজ সেবক জনাব রেখা গুন এবং  সভাপতিত্ত্ব করেন জেলা এনসিটিএফ সভাপতি জনাব আদিবা রশিদ। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার জনাব মমতাজুল ইসলাম এবং অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। সাধারন সদস্যদের মধ্য হতে কার্যনির্বাহী কমিটির তিনটি শূন্য পদে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করা হয়।