এনসিটিএফ রাজশাহী জেলার বার্ষিক সাধারন সভা ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

১৪ মার্চ বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী মিলনায়তনে  এনসিটিএফ রাজশাহী জেলার বার্ষিক সাধারন সভা ও  কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ৪ টি গ্রুপে বার্ষিক কর্মপরিকল্পনার খসড়া তৈরি করা হয়।  এতে জেলায় শিশু অধিকার বাস্তবায়নে  ২০ টি উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করা হয়।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও এনসিটিএফ জেলা কমিটি এবং সাধারন সদস্য প্রায় ৪৫ জন শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা এবং আইসিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুারো রাজশাহী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী রিভারভিউ স্কুলের প্রধান শিক্ষক, সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত। এছাড়া এনসিটিএফ রাজশাহী জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ জেলা ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা এনসিটিএফ সদস্যদের আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা জেলার আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেছে। ১৪ মার্চ সকালে এনসিটিএফ সদস্যরা এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে। পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডে ১০ জন ও শিশু ডায়রিয়া ওয়ার্ডে ১৫ জন রোগী ভর্তি ছিল।

পরিদর্শনেরর সময় এনসিটিএফ সদস্যরা শিশু ওয়ার্ডের প্রতিটি কক্ষে যান এবং রোগির স্বজনদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা জানতে চান। এসময় তারা জানান হাসপাতালের নার্সরা রোগীর স্বজনদের সাথে খারাপ আচারণ করে, অধিকাংশ ঔষধ বাহির থেকে কিনতে হয়। এছাড়া নিয়মিত পরিস্কার পরিচ্ছনতা কাজ চালানো হয় না।
এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) নুরুজ্জামান আহম্মেদের সাথে কথা বলেনন হাসপাতালের লোকবলের সংকট আছে। তারপরও মাত্র চার জন পরিচ্ছন্নতা কর্মী দ্বারা শিফট অনুযায়ী হাসপাতাল পরিষ্কার রাখা হচ্ছে। তিনি অন্যান্য বিষয় গুলো বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, শিশু গবেষক রায়হান হক রাফি, শিশু সাংবাদিক মেহেদী হাসান, রিফাত তাসনিয়া, সিপিএম রকিবুদ্দৌলা রনি, জান্নাতুল মাওয়া, জেলা ভলান্টিয়ার মারফিয়া সিলভী ও তাওহীদ তুষার।