রংপুর জেলা এনসিটিএফ এর স্কুল পরিদর্শন

স্যানিটেশন ব্যবস্থাসহ বেশ কিছু সমস্যা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৮ মার্চ এনসিটিএফ রংপুর তার পরিদর্শন কালে স্কুলের সমস্যাগুলো সামনে আসে। স্কুলে ছেলে মেয়েদের জন্য আলাদা টয়লেট ব্যবস্থা থাকলেও ১টি স্কুলের শিক্ষকদের দখলে, বাকি ১টি স্কুলের ৩০৫ জন শিক্ষার্থীরা ব্যবহার করে। যার ফলে স্কুলের স্যানিটেশন অবস্থা নাজুক হয়ে পড়েছে। ২০০৬ সালের পর স্কুলে কোন প্রকার খেলাধুলার সরঞ্জাম না আসায় শিশুরা খেলতে পারছে না। দুই বছর আগে দেওয়া ফাস্ট এইড বক্স বর্তমানে ব্যবহারের অনুপযোগী। স্কুলের বেশির ভাগ শিক্ষক শিশু অধিকার সনদ সম্পর্কে জানেন না। সব মিলিয়ে রংপুর সদর উপজেলার পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যার মধ্যে দিয়ে শিশুদের শিক্ষা প্রদান করছে।