তামাক শিল্পে অবৈধভাবে শিশু নিয়োগ বন্ধ সহ ১০ দাবীতে এনসিটিএফ রংপুর এর সংবাদ সম্মেলন

গত ১০ নভেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমী রংপুর কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রংপুর জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার লোকাল এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমে এনসিটিএফ এর প্রেক্ষাপট এবং এনসিটিএফ এর রংপুর এর বর্তমান কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন কাঙ্খিতা রয়, সহ-সভাপতি, এনসিটিএফ রংপুর। এরপর গত তিন মাসে জেলার শিশু অধিকার পরিস্থিতি এবং সুপারিশমালা তুলে ধরেন আবিদ আল মারুফ, সভাপতি, এনসিটিএফ রংপুর। জেলার শিশু গবেষনার মাধ্যমে গত তিনমাসের প্রতিবেদনে উঠে আসে বাল্য বিবাহ, শিশু নির্যাতন, শিশু মৃত্যু, শিশু শ্রমসহ বিভিন্ন তথ্যর পরিসংখ্যান। প্রাপ্ত প্রতিবেদনের উপর এবং জেলার শিশু অধিকারের উপর গুরুত্ব দিয়ে এনসিটিএফ ১০ টি দাবী উপস্থাপন করে। জেলায় শিশুদের জন্য পযাপ্ত বিনোদন ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের জন্য বিনামূল্যে এবং সকল শিশুর জন্য সপ্তাহে একদিন বিনামূল্য চিড়িয়াখানা এবং শিশু পার্কে প্রবেশ, জেলার শিশু মামলাগুলো দ্রুত নিষ্পত্তী, মাদক থেকে শিশুদের রক্ষা, পথশিশু এবং ভিক্ষুক শিশুদের পুনর্বাসন, তামাক শিল্পে শিশুদের অবৈধ নিয়োগ বন্ধ সহ ১০টি দাবী রাখা হয় আয়োজিত সংবাদ সম্মেলনে। এনসিটিএফ এর কার্যক্রমগুলোকে স্বাগত জানিয়ে সাংবাদিকগণের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানায় অনেকেই। দৈনিক বায়ান্নর আলো এর স্টাফ রিপোটার রেজাউল করিম জীবন বলেন, এনসিটিএফ বাল্য বিবাহ রোধে তার ভূমিকা রাখতে পারে। এ ধরনের কার্যক্রমে তার পত্রিকা সাথে থাকবে। বাংলাদেশ বেতার রংপুর এর স্টাফ রিপোটার সিদ্দিকুর রহমান বলেন, রংপুরের পার্কের বিষয়ে এনসিটিএফ এর দাবী যুক্তিগত। এই বিষয়ে যথাযথ কৃর্তপক্ষের নজর দেওয়া উচিত। তবে জেলা প্রশাসনের এই ব্যাপারে কার্যত কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দৈনিক নিউ ন্যাশন এর স্টাফ রিপোটার রবিউল ইসলাম বাবলু বলেন, রংপুরে শিশুদের জন্য চলাচল এখন অনেক কষ্টকর হয়ে পড়েছে আটোরিক্সার জন্য। এই বিষয়ে প্রশাসনের নিকট একটি দাবী রাখলে ভাল হয়। দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোটার আসাদ্দুজামান আফজাল বলেন, এনসিটিএফ চলমান কার্যক্রমগুলোকে সবার কাছে পৌছে দিতে তার পত্রিকা সবসময় পাশে থাকবে। সংবাদ সম্মেলনের শেষে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মোঃ ইমরান আলী মিঞা, বাংলাদেশ শিশু একাডেমী, রংপুর। তিনি তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে এনসিটিএফ এবং সকল শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান করেন।