গাইবান্ধায় জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে জেলার দায়িত্ব বাহকগণের সাথে শিশুদের অধিকার বিষয়ক মুখোমুখি সংলাপ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),গাইবান্ধা এর আয়োজনে মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক,গাইবান্ধা মো. আব্দুস সামাদ। বিশেষ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. শফিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মোমিন খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার খাইরুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আমিরুল ইসলাম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন, শিক্ষক, কাজী, অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মো: আশিকুর রহমান শাওন।
সংলাপ অনুষ্ঠানে শিশুরা উপস্থিত দায়িত্ব বাহকগণের নিকট শিশুর শিক্ষা, সুরক্ষা, স্বাস্থ্য, বিনোদন, পরিবেশ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরেন। এ সময় দায়িত্ব বাহকেরা শিশুদের কথা শোনেন এবং তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিশুদের আশ্বস্ত করেন।
সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করে।