সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। এবারের প্রতিপাদ্য বিষয়-

“থাকবে শিশু সবার মাঝে ভালো
দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো”

এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা প্রশাসন সাতক্ষীরার উদ্দোগে বাল্য বিবাহ রোধ, শিশুর প্রতি সহিংসতা রোধ এর দাবীতে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন।বাল্য বিবাহ রোধ, শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশু অধিকার সনদের বা্তবায়নের দাবীতে র‌্যালী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামূল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, জেলা এনসিটিএফ সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের শিশুরা।
মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষনা করেন।