লালমনিরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে শিশু সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর করা হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশ শিশু একাডেমী লালমনিরহাট ও এনসিটিএফ লালমনিরহাট জেলা শাখা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, প্রশাসক লালমনিরহাট জেলা পরিষদ, মেয়র লালমনিরহাট পৌরসভা সহ আরও বিশিষ্ট জনেরা।

মেহেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

৫ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ ও জলো প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ, সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা এনসিটিএফ’র সাবেক চাইল্ড পার্লামেন্ট স্পীকার হাসান মাহামুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিটিএফের উপজেলা ভলেন্টিয়ার আব্দুল মান্নাফ, সভাপতি সাব্বির হায়াৎ,এলজিা,তন্ময় সহ এনসিটিএফের সদস্যারা সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদযাপন

“থাকবে শিশু সবার মাঝে ভাল, দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল উদ্বোধন হয় শিশু অধিকার সপ্তাহ ২০১৬। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক জনাব রেজওয়ানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মী, শিশু সংগঠন প্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ । যাতে শিশু সংগঠন প্রতিনিধি হিসেবে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশিরুল হক ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব খন্দকার নিপুণ হোসাইন। উদ্বোধন শেষে বাল্য বিবাহ, শিশুশ্রম এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যমূলক মানববন্ধনে এনসিটিএফ এর সদস্যরা অংশগ্রহন করেন।

শুরু হলো গাইবান্ধা এনসিটিএফ এর শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রম

মোঃ তাওহীদ তুষার:: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর উদ্যোগে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু অধিকার পরিস্থিতি যাচাইয়ে জরিপ কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৯ অক্টোবর জেলার সাঘাটা উপজেলায় কাজী আজহার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জরিপের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

তিন পাতার জরিপ ফরমে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ৫৭ টি প্রশ্ন রয়েছে। বিষয় গুলোর মধ্যে বিদ্যালয়েরর সার্বিক পরিস্থিতি সম্পর্কিত, পানি ও স্যানিটেশন, শারীরিক শাস্তি, উপ বৃত্তি, বাল্যবিবাহ, মাদক, জন্মনিবন্ধন, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস সম্পর্কিত বিষয়ে প্রশ্ন রযেছে।

জরিপকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ উপজেলা কমিটির সাধারন সম্পাদক জিলকার নাইম অপূর্ব, শিশু গবেষক ইবনে সাকিব মিজান, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, এনসিটিএফ এর উপদেষ্টা মনির হোসেন মিলন। জরিপ কার্যক্রমের মাধ্যমে পাওয়া তথ্যের আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু অধিকারের বর্তমান পরিস্থিতি জেলার নীতিনির্ধারক মহলে তুলে ধরা হবে।