বাগেরহাট এনসিটিএফের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

২৯ সেপ্টেম্বর ২০১৬। “থাকবে শিশু সবার মাঝে ভাল,দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক ও এনসিটিএফ বাগেরহাট কতৃক আয়োজন করা হয় ৩দিন ব্যাপী “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। অনুষ্ঠানের শুরুতে ছিল এনসিটিএফ আয়োজিত র‍্যালী এবং মানববন্ধন। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন। আরো উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রসাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাটের বরেণ্য শিক্ষাবিদ মোঃ মোজাফফর হোসেন, শিশু একাডেমীর কার্যকরী কমিটির সদস্য শেখ আজমল হোসেন এবং শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। মানববন্ধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট এনসিটিএফ এর সভাপতি শাফিকুর রহমান এলিন। মানববন্ধনের শিশুরা তাদের চাওয়া-পাওয়া, মোলিক অধিকার, বাল্য-বিবাহ, শিশু নির্যাতন এবং তাদের সুরক্ষার কথা তুলে ধরে। শিশুদের সকল অধিকার রক্ষা করা এবং বাল্য বিবাহ রোধের আশ্বাস দেন মাননীয় সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন এবং জেলা প্রসাসক তপন কুমার বিশ্বাস। সবশেষে এনসিটিএফ সভাপতি শাফিকুর রহমান এলিন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।এরপর বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করে এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ।