শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা

‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু সমাবেশ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সকালে শহরের আবুল হোসেন মিলনায়তনে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর যৌথ আয়োজনে এবং এলসিবিসিই প্রোগ্রামের সহযোগিতায় সকাল ১০ টায় বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ৪০-৫০ জন শিক্ষার্থীদের মধ্য অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা।
পরে জাতীয় মহিলা সংস্থার সভাপতি ফৌজি আরা শাম্মীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
এলসিবিসিই সদস্য হাসিবুল হোসেন শান্ত এবং কণি আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজয় সেন রায়, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না, ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার উওম চক্রবর্তী, ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তামান্না আক্তার প্রমুখ।
শিশু সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রথম বিদ্যালয় হল তার পরিবার। বর্তমান সরকার সুবিধা বঞ্চিত শিশুদের মান উন্নয়নে নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে।’
শিশু সমাবেশ শেষে সুবিধা বঞ্চিত এসব শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিশেষে ষোলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তামান্না আক্তারের পরিচালনায় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

শিশু অধিকার নিয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর ২০১৬ইং   বুধবার সকালে শহরের পুরাতন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোমেন তালুকদার জানান, জেলায় শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। এসব শিশু তাদের সংসারে অভাবের তাড়নায় রাস্তায় কাগজ কুড়াতে, রিক্সা, ঠেলাগাড়ি, অটোরিক্সা চালনা করতে, গাড়িতে হেলপারের কাজ করতে, ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করতে দেখা গেছে। এছাড়াও বালি-পাথর শ্রমিকের কাজ, মাছ শিকারের পেশায় নিয়োজিত রয়েছে শিশুরা। অনেক শিশু রয়েছে তারা পারিবারিক
কলহে পড়ে নানাভাবে নির্যাতিত হচ্ছে। শিশুদের জীবনমান উন্নয়নে অভিভাবকসহ সকল শ্রেণী পেশার মানুষ সচেতন হওয়া উচিৎ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি তাসলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, শিশু সাংবাদিক কামরুল হাসান, ভলান্টিয়ার জলি রায় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন।