নাটোর জেলা এনসিটিএফের সংবাদ সম্মেলন

কোচিং বাণিজ্য বন্ধ, সদর হাসপাতালে শিশুদের জন্য আলাদা কাউন্টারসহ বিভিন্ন দাবীতে নাটোরে শিশু অধিকার পরিস্থিতির উপর এক সংবাদ সম্মেলন করা হয়েছে। ০৫ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে নাটোর জেলা শিশু একাডেমির হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স নাটোর জেলার সভাপতি ওয়ালিদ হাসান। এ সময় মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্ল্যান ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার নুসরাত জাহান।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিটিএফ শিশু সংগঠনটি বাংলাদেশ শিশু একাডেমি সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় নাটোরে ২০০৬ সাল থেকে কাজ করছে। এই সংগঠনে জেলার ৫১০ জন সদস্য রয়েছে যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের নীচে। এর মধ্যে ২৬৫ জন ছেলে এবং ২৪৫ জন মেয়ে।

সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়, নাটোর আধুনিক সদর হাসপাতালে অতি নিরক্ষণ ওয়ার্ড অতি সত্বর চালু, শিশুদের জন্য হাসপাতালে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করা, শিশু হত্যার বিচার গুলোর দ্রুত নিষ্পতী করা এবং শিশুদের সুষ্ঠ বিকাশের জন্য শিশু উপযোগী পার্ক নির্মান সহ ১৩টি দাবী উপস্থাপন করা হয়।