রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

 ২৯ সেপ্টেম্বর ২০১৬। “থাকবে শিশু সবার মাঝে ভাল,দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক ও এনসিটিএফ রাজবাড়ী কতৃক আয়োজন করা হয় ৩দিন ব্যাপী “বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬। অনুষ্ঠানের শুরুতে ছিল এনসিটিএফ আয়োজিত র‍্যালী এবং মানববন্ধন। মানববন্ধনের শিশুরা তাদের চাওয়া-পাওয়া, মোলিক অধিকার, বাল্য-বিবাহ, শিশু নির্যাতন এবং তাদের সুরক্ষার কথা তুলে। সবশেষে এনসিটিএফ সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় শিশু অধিকার সপ্তাহের আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনায় সক্রিয়ভাবে কাজ করেন এনসিটিএফ জেলা কমিটির সদস্যবৃন্দ।