গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ – ২০১৬ উদযাপন

মোঃ তাওহীদ তুষার,গাইবান্ধা: ২৯ সেপ্টেম্বর গাইবান্ধায় সারা দেশের ন্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপি বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ এর বিস্তারিত কর্মসূচি শুরু হয়।

গাইবান্ধা এর যৌথ আয়োজনে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শিশু সমাবেশ, আলোচনা সভা ও স্কাইপের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক,গাইবান্ধা জনাব মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস সাহানা বানু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমোতোষ সাহা, এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান, শিশু সংসদ সদস্য জান্নাতুল মাওয়া সোমা প্রমুখ।

আলোচনা সভার পূর্বে বাল্য বিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথিরা অংশগ্রহন করেন। পরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে তিন দিনের কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সহ অতিথিরা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের শুরতে উপস্থিত সকলে দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন।

৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা ‘কন্যা শিশু সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগিতার’ আয়োজন করে। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

gaibandha-2

প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মোশাররফ হোসেন প্রধান, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ সালমা ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার সাহা, চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক আনিছুজ্জামান আনিছ, এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার সহ এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।

পরে তিন বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

১ অক্টোবর সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা এর আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় সরকারি শিশু পরিবার বালিকা এতিমখানায় শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই দিন বিকাল ৩ টায় গাইবান্ধা পৌর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ এর কর্মসূচি শেষ হয়।