সম্পন্ন হলো এনসিটিএফ শেরপুর জেলার বার্ষিক সাধারণ ও কর্মপরিকল্পনা সভা ২০১৯

১৮-০২-১৯ তারিখে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন হলো এনসিটিএফ, শেরপুর জেলার বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব আশরাফুল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি রেজোয়ান দিপু, শেরপুর জেলার শিশুবান্ধব কমিটির সভাপতি শহীদুল ইসলাম মুকুল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান। এছাড়াও জেলার বেশ কয়েক জন সাংবাদিকও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আফসানা রহমান প্রীতি।
প্রায় ১২০ জন শিশুর অংশগ্রহণে বিভিন্ন সেসনে দিনব্যাপি অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শিশুরা স্কুল ভিত্তিক গ্রুপের মাধ্যমে তাদের মতামত তুলে ধরে।
অনুষ্ঠানের একটি সেসনে শেরপুর এনসিটিএফ এর প্রাক্তন শিশু সাংবাদিক রজত সাহা অন্তু ও বর্তমান শিশু গবেষক শীর্ষ স্কুল কমিটি সদস্যদের নিয়ে গল্প ও নিউজ লেখা বিষয়ক কর্মশালা সম্পন্ন করে । স্কুল কমিটির যাবতীয় কাজ অনুষ্ঠানে বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিনব্যাপী প্রোগ্রামে কি কি জানা হলো তা নিয়ে শিশুদের মাঝে কুইজের আয়োজন করা হয়, কুইজটি পরিচালনা করেন শেরপুর এনসিটিএফ এর সভাপতি আফসানা রহমান প্রীতি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মুন্সিগঞ্জে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ’র স্কুল কমিটি গঠন

গত ১৭ই ফেব্রুয়ারী এনসিটিএফ মুন্সিগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে এবং তারা ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত উপস্থিত সকল শিক্ষার্থীর সাথে এনসিটিএফ সর্ম্পকে আলোচনা করে। এছাড়াও এনসিটিএফ এর উদ্দেশ্য, এনসিটিএফ এর কাজ, এনসিটিএফ কিভাবে আমাদের সহযোগিতা করতে পরে ইত্যাদি।

উক্ত আলোচনায় শিক্ষার্থীরা এনসিটিএফ সর্ম্পকিত বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নিজেদের আগ্রহ প্রকাশ করে এবং তাদের মনযোগ ছিল লক্ষনীয়।
সকল শিক্ষার্থীরা এনসিটিএফ এর সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। আলোচনার শেষ অংশে ছিল নির্বাচনের মাধ্যমে স্কুল কমিটি গঠন। নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। 

 আলোচনা সভা এবং নির্বাচন শেষে নতুন স্কুল কমিটি কার্যনির্বাহী কমিটির সদস্যদের তাদের বিদ্যালয় ঘুড়ে দেখায়। সর্বশেষে নতুন স্কুল কমিটি ও কার্যনির্বাহী কমিটি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকমন্ডলী সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সকল কার্যক্রম সমাপ্তি করে।