এনসিটিএফ শেরপুর এর উদ্যোগে ১০৯ ধারণকারী স্টিকারের প্রচার

১০৯ নম্বরের প্রচারে সারা শেরপুর শহর এমনকি প্রান্তীয় অঞ্চলেও স্টিকার ছড়িয়ে দিল এনসিটিএফ শেরপুর। নির্যাতনের শিকার নারী ও শিশুর সহায়তায় জাতীয় হেল্পলাইন সেন্টারের নম্বর ১০৯২১ পরিবর্তন করে ১০৯ করা হয়েছে। যেকোনো মোবাইল ও অন্যান্য ফোন থেকে সরাসরি বিনা খরচে ১০৯ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা সহায়তা নেওয়া যাবে। গত জানুয়ারি মাসে শেষ হলো স্টিকার লাগানোর কাজ। জেলা শহরের নিউমার্কেট, সদর হাসপাতাল রোড, মাধবপুর, খরমপুর সহ বিভিন্ন জায়গায় ও স্কুলে লাগানো হয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জরুরি নম্বর ১০৯ ধারণকারী স্টিকার। এছাড়াও জেলা কমিটির সদস্যরা গ্রাম পর্যায়ে কুসুমহাটি, যোগিনীমুরা পর্যন্ত পৌঁছে দেয় স্টিকার। বহু রিক্সা ও অটোতেও দেখা মিলছে এনসিটিএফ শেরপুর এর সৌজন্যে ১০৯ নম্বর ধারণকারী স্টিকার।