এনসিটিএফ পাবনা জেলার বার্ষিক সাধারন সভা এবং কর্ম পরিকল্পনা ২০১৯ অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ শিশু একাডেমি পাবনা কার্যালয়ে সকাল ১০টা থেকে জেলা এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা এবং কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। কর্ম পরিকল্পনা ও সাধারণ সভায় উপস্থিত শিশুদের মতামতের ভিত্তিতে আগামী একবছরের কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়। সভায় জেলার ৫০ জন এনসিটিএফ সাধারন সদস্য অংশ নেয়। অংশগ্রহণকারী সদস্যদের দলগতভাবে কাজের বিনিময়ে খসড়া কাজ উঠে আসে। দলগত উপস্থাপনের পর সবার সম্মতিতে কর্ম-পরিকল্পনার কাজগুলো চূড়ান্ত করা হয়। এগুলোর মধ্যে মাসিক সভা, লাল কার্ড কর্মসূচী, হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং, এতিমখানায় শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও শীতের পোষাক বিতরণ, বৃক্ষ রোপন, শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে দায়িত্ববাহকদের সাথে মতবিনিময় ও মুখোমুখি সংলাপের অয়োজন, স্বারকলিপি প্রদান, শিশু অধিকার সপ্তাহ পালন ও বিভিন্ন দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রতিযোগিতার অয়োজন, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, অভিভাবক সভা, বার্ষিক শিক্ষা সফর, মুখপত্র প্রকাশনা, শিশুবন্ধু প্ল্যাটফর্মের সাথে সভা ছিল উল্লেখযোগ্য। সভায় এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মোঃ মুশফিক হাসান সামি এর সভাপতিত্বে সভার উদ্ভোধন করেন মোঃ মতিউর রহমান শাহ্, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পাবনা। এছাড়া এনসিটিএফ এর জেলা কমিটির সকল সদস্যবৃন্দ, জেলা ভলান্টিয়ারবৃন্দ এবং এনসিটিএফ উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিটিএফ স্কুল কমিটিসহ সর্বমোট ৫০ জন এনসিটিএফ সদস্য অংশগ্রহণ করে। বাংলাদেশ শিশু একাডেমি, সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় গৃহীত পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছর কাজ করবে জেলা এনসিটিএফ।

সম্পন্ন হলো এনসিটিএফ শরীয়তপুরের ফ্রেব্রুয়ারি মাসের মাসিক সভা

১৬-ই ফ্রেব্রুয়ারি ২০১৯ তারিখ এনসিটিএফ শরীয়তপুর এর সচিবলায় অনুষ্ঠিত হলো এনসিটিএফ শরীয়তপুর এর ফ্রেব্রুয়ারি মাসের মাসিক সভা। সবাইকে স্বাগত জানিয়ে সভায় সভাপতিত্ব করেন সভাপতি সাজিদুল ইসলাম সাহেদ।
# সভায় আলোচ্য বিষয় ছিলো:
১। বার্ষিক কর্মপরিকল্পনা সভা।
২। পত্রিকা প্রকাশনার জন্য লেখা জমা দেওয়া।
৩। শিশু বন্ধু প্ল্যার্টফর্ম এর সমন্বয়।
৪। গবেষকদের গল্প লেখা।
# সিদ্ধান্ত :
১। বার্ষিক কর্মপরিকল্পনা ৬-ই মার্চ অনুষ্ঠিত হবে।
২। আগামী ১৫-ই মার্চের মধ্যে সকলে শিশু তোষ গল্প,কবিতা,আটিকেল,চিত্রাঙ্কন,ও রিপট জমা দিবে।
৩। শিশু বন্ধু প্ল্যার্টফর্ম এর সমন্বয় সভা ২৮-শে ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
৪। ১৫-ই মার্চ শিশুতোষ গল্প জমা দেওয়া।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,
মমতাজুল ইসলাম রুমন CYV সেভ দ্য চিলড্রেন, এনসিটিএফ শরীয়তপুর এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, এবং এনসিটিএফ এর জেলা ভলান্টিয়াররা। উপস্থিত সবাইকে এবং সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ শিশু একাডেমি কে ধন্যবাদ জানিয়ে ফ্রেব্রুয়ারি মাসের মাসিক সভার সমাপ্ত ঘোষনা করেন।

[ঐশি আক্তার, শিশু সাংবাদিক]