কুড়িগ্রামে যুব ফোরামের সদস্যদের সাথে এনসিটিএফ এর ত্রৈমাসিক সভা

কুড়িগ্রাম সদর উপজেলায় যুব ফোরামের সদস্যদের সাথে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় সদর উপজেলা হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এ প্রকল্পটিতে অর্থায়ন করেছে সিডা।
সভায় বাল্যবিবাহ, উপজেলা ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষণীয় এবং শিশু নির্যাতন রোধে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
এতে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর মিলে ৩টি উপজেলার মোট ১৫টি ইউনিয়নের ৩০জন যুব ফোরামের সদস্য এবং কুড়িগ্রাম জেলার এনসিটিএফ এর ৮জন সদস্য অংশগ্রহণ করে। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিন আল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মনিটরিং স্পেশালিস্ট মো: নুরুল ইসলাম, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের  কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মমিন হোসেন, কুড়িগ্রাম জেলা বিবিএফজি প্রকল্পের অফিসার  রেজওয়ান সাতিল, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুবার রহমানও জেলা এনসিটিএফ এর উপদেষ্টা কে এম রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।