গভ: মডেল গার্লস হাই স্কুলে গঠিত হলো এনসিটিএফ উপ কমিটি

অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ব্রাহ্মনবাড়িয়া জেলার স্বনামধন্য গভ: মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ে ১১ সদস্যের একটি এনসিটিএফ উপ-কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা এনসিটিএ ‘র সভাপতি মোঃইফতেখার ইসলাম (প্রত্যাশা)। এসময় এনসিটিএফ জেলা কমিটির সানবি,সাজিদ,ফার্দিন,সূচি এবং জেলা ভলান্টিয়ার সেতারা সুলতানা সেতুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন । এনসিটিএফ উপ-কমিটির সকলকে শপথ পাঠ ও ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতার সমাপ্ত করা হয়।

রোকসানার নির্যাতনকারীরের বিরুদ্ধে স্মারক লিপি প্রদান

মো.মোরাদ শেখ,নড়াইলঃ ১০ বছরের শিশু রোকসানার নির্যাতনকারীদের প্রতিবাদে নড়াইল এনসিটিএফ গত ২৫/০৯/১৮ তারিখ দুপুর ১২ টায় জেলা প্রশাসক নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। নড়াইলের জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী এনসিটিএফ শিশুদের কে আশ্বাস্ত করেন “শিশু রোকসানার নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় দৃষ্ঠান্ত স্থাপন করা হবে’’ তিনি আরো বলেন শিশুদের অধিকার রক্ষায় তিনি সদা সচেষ্ট থাকবেন। এই বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও মত প্রকাশ করেন।

এনসিটিএফ এর পক্ষে স্বারকলিপি প্রদান করে শিশু সাংবাদিক জায়িদ খসরু, চাইল্ড পার্লামেন্ট সদস্য হায়ন কুমার সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক সাবরিনা ইলা, সদস্য জান্নাতি, শিউলী খানম ও প্রান্ত দাস ও সাবেক সভাপতি রুদ্র দাস । এছাড়া মোঃ মোছাব্বির হোসেন মোরাদ চিত্রশিল্পী এম সবুজ সুলতান,আরচারি খেলোয়াড়, নাট্যশিল্পী ফারজিন আহম্মেদ, নড়াইল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান ও জেলা ভলান্টিয়ার  এসময় উপস্থিত ছিলেন।

মটমুড়া ইউনিয়ন পরিষদে এনসিটিএফ’র গণ -শুনানি অনুষ্ঠিত

গত ১৮ সেপ্টেম্বর’১৮ মুটমুড়া ইউনিয়ন পরিষদ এবং এনসিটিএফ ইউনিয়ন কমিটির আয়োজনে সুনিদিষ্ট শিশু বাজেট ও শিশু অধিকার পরিস্থিতি, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা, অভিযোগ ও সাড়া প্রদান ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক গণ-শুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত গণ-শুনানিতে শিশুরা মোট ৪টি ইস্যুর উপর  সাতটি সমস্যা এবং ৫টি সমস্যার বিপরীতে সুপারিশমালা তুলে ধরে। শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা এবং বিনোদন বিষয়ের উপর শিশুরা গত ০৯ মাসে তাদের করা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে প্রাপ্ত প্রতিবেদনে উঠে আসা সমস্যাগুলো নিয়ে প্রশ্ন রাখেন সবার সামনে। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষা উপকরণের সমস্যা, শ্রেণি কক্ষের অপর্যাপ্ততা,  বিদ্যালয়ের প্রাচীরের সমস্যা, মাল্টিমিডিয়া ক্লাস, কম্পিউটার ল্যাব, বাল্য বিবাহ, ইভটিজিং, কমিউনিটি ক্লিনিকের নানাবিধ সমস্যাসহ বিভিন্ন সমস্যা উঠে আসে গণ-শুনানিতে। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আয়োজিত উক্ত গণ-শুনানিতে মটমুড়া  ইউনিয়ন কমিটির সভাপতির সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাজাহান, প্যানেল চেয়ারম্যান, মটমুড়া ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষকমন্ডলী, সিবিউ সদস্যবৃন্দ, ইমরান চৌধুরী, ডেপুটি ম্যানেজার, সেভ দ্য চিলড্রেন, হাসান সিদ্দিক মিলন, সিনিয়র অফিসার, সেভ দ্য চিলড্রেন, মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, সিআরপি, সেভ দ্র চিলড্রেন এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির কর্মকর্তাবৃন্দ।

০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বলেন “গত বছর তোমরা যে সমস্যাগুলো তুলে ধরেছিলে সব কিছু সমাধান আমরা করে দিয়েছি। এবারো নতুন কিছু সমস্যা এসেছে । তোমারে জেনে খুশি হবে ইতিমধ্যে আমরা বাওট মাধ্যমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর করার লক্ষ্যে ৯, ৮৫,০০০ টাকা বরাদ্ধের ব্যবস্থা করেছি। প্রাচীর তৈরি প্রক্রিয়া চলছে। ধীরে ধীরে সকল স্কুলে হবে। আমি নিজে বাওট সরকাটি প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিকভাবে প্রাপ্ত ৪০,০০০ টাকা দিয়ে হাইব্রেঞ্চ, সিট ব্রেঞ্চ এবং দরজা জানালা মেরামত করেছি। আমি বলব আমাদের ইউপি সদস্যদের আপনারাও কিন্তু স্কুলগুলোর এই ফান্ডটিকে কাজ লাগাতে পারেন। যে সকল স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস নেই তাদের বলব শুধু ইউনিয়নের দিকে না চেয়ে আপনার উপজেলা পরিষদ, জেলা পরিষদ, উপজেলা শিক্ষা অফিসে জানান। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে তাহলে কোন সমস্যা থাকবে না। যদি সেই ক্ষেত্রে ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন হয় বলবেন আমরা করবো। আমি এনসিটিএফ কে বলব আমাদের ইউনিয়নে যদি কোথায় স্যানিটেশন এবং নিরাপদ পানির ব্যবস্থা না থাকে আমাকে সরাসরি নিয়ে যাবে। গোয়ালগ্রাম কমিউনিটি ক্লিনিকের নতুন ভবনের টেন্ডরের অপেক্ষায় আছে। টেন্ডার হলেই নতুন ভবন হবে। অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শাজাহান বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আমাদের ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোর কোন সমস্যাই থাকবে না। সকল সমস্যা সমাধান করা হবে।

কুড়িগ্রামে যুব ফোরামের সদস্যদের সাথে এনসিটিএফ এর ত্রৈমাসিক সভা

কুড়িগ্রাম সদর উপজেলায় যুব ফোরামের সদস্যদের সাথে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় সদর উপজেলা হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এ প্রকল্পটিতে অর্থায়ন করেছে সিডা।
সভায় বাল্যবিবাহ, উপজেলা ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি ও শিক্ষণীয় এবং শিশু নির্যাতন রোধে করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
এতে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর মিলে ৩টি উপজেলার মোট ১৫টি ইউনিয়নের ৩০জন যুব ফোরামের সদস্য এবং কুড়িগ্রাম জেলার এনসিটিএফ এর ৮জন সদস্য অংশগ্রহণ করে। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিন আল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মনিটরিং স্পেশালিস্ট মো: নুরুল ইসলাম, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের  কুড়িগ্রাম সদর উপজেলা সমন্বয়কারী মমিন হোসেন, কুড়িগ্রাম জেলা বিবিএফজি প্রকল্পের অফিসার  রেজওয়ান সাতিল, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুবার রহমানও জেলা এনসিটিএফ এর উপদেষ্টা কে এম রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।