এনসিটিএফ গাইবান্ধা এর হাসপাতাল পরিদর্শন

এনসিটিএফ ডেস্কঃ শিশু অধিকার পরিস্থিতি মনিটরিংকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির সদস্যদের নিয়মিত হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং ও পরিদর্শনের পর দাবির প্রেক্ষিতে শিশু ওয়ার্ডের টয়লেট সংস্কার ও বহিঃ বিভাগে শিশু রোগীর অপেক্ষার স্থানে ফ্যান লাগিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এছাড়া শিশু ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতাও হচ্ছে নিয়মিত।
গত ৩০ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে।
পরিদর্শনকালে শিশু ও নবজাতক ওয়ার্ডের ২৬ টি বেডের বিপরীতে ১৩ জন শিশু রোগী ভর্তি ছিল। যাদের অধিকাংশই শিশুই ছিলো জ্বরে আক্রান্ত।
পরিদর্শনের সময় রোগীর স্বজনেরা জানান হাসপাতালের পরিবেশ ও কর্মচারীদের ব্যবহার আগের তুলনায় ভালো হয়েছে। তারা পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি জানান।
এ বিষয়ে হাসপাতালের  তত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা বলেন, আমরা হাসপাতালের অবস্থা উন্নয়নে কাজ করছি। সকলের সম্মিলিত প্রচেস্টায় পূর্বের অবস্থা হতে কিছুটা উন্নতি করেছি। নতুন ভবনের কাজ শুরু হয়েছে, এতে সেবার মান আরো বৃদ্ধি পাবে। নিয়মিত হাসপাতাল মনিটরিং এর জন্য তিনি এনসিটিএফ সদস্যদের ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেহেদী হাসান, সদস্য বিদ্রোহ সরকার ও জেলা ভলান্টিয়ার শ্রাবনী রহমান।
উল্লেখ্য যে, গত জুলাই মাসে এনসিটিএফ এর হাসপাতাল পরিদর্শনের সময় রোগীর স্বজনরা জানান,  শিশু ওয়ার্ডের টয়লেটের সামনে পানি জমে থাকে যার কারনে ঠিকভাবে টয়লেট ব্যবহার করতে পারছেন না। পরে বহিঃ বিভাগে গিয়ে দেখা যায়, বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা শিশু রোগীদের অপেক্ষার স্থানে কোন ফ্যান না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান স্বজনেরা।