সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ময়মনসিংহ জেলা এনসিটিএফ কমিটির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরন

২৬ই রমজান ১২ই জুন ২০১৮ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী, ময়মনসিংহ প্রাঙ্গনে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) ময়মনসিংহ এর উদ্যোগে ৯২ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদ বস্ত্র বিতরন করা।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ শিশু একাডেমি, ময়মনসিংহ এর শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদি জামান স্যারের সূচনা  বক্তব্য এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয় এর পক্ষ থেকে এস আই ফারুক হোসেন স্যার উপস্থিত ছিলেন। তারপর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও এস আই ফারুক হোসেন স্যার শিশুদের হাতে তাদের ইদ এর কাপড় তুলে দিয়ে অনুষ্ঠান এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ ময়মনসিংহ কমিটির সকল কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা ভলান্টিয়াররা এবং এনসিটিএফ ময়মনসিংহ কমিটির উপদেষ্টারাও উপস্থিত ছিলে। এছাড়া সংবাদিকরাও উপস্থিত ছিলন।

এনসিটিএফ ময়মনসিংহের এই উদ্যোগে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম মহোদয় ও ময়মনসিংহের পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যৎ এ উনাদের পাশে পাবো।এছাড়া ধন্যবাদ দিব তাদের যারা আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করেছেন এবং আশা করি ভবিষ্যৎ এ এভাবেই সহযোগিতা করবেন।

অবশেষে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এনসিটিএফ এর সকল সদস্যদের যাদের অক্লান্ত পরিশ্রম এর জন্য আমারা আমাদের এই পরিকল্পনাটি সফলভাবে করতে সক্ষম হয়েছি।

শামস আল জাফির
উপদেষ্টা
এনসিটিএফ, ময়মনসিংহ।

এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ এবং তাদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই ঈদে হাসি ফুটুক প্রতিটি শিশুর মুখেই। এই লক্ষকে সামনে রেখে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), চট্টগ্রাম কতৃক ১৫ জন অসহায় এবং পথ শিশুদের নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিল এবং ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি।

উক্ত প্রোগ্রামে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব নার্গিস সুলতানা। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), চট্টগ্রাম এর প্রধান উপদেষ্টা জনাব শাহরিয়ার তামিম সৌরভ এবং আরও বক্তব্য রেখেছিলেন জেলা ভলান্টিয়ার আহসান উল্লাহ হাসান এবং প্রমি আপু।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম মিরাজ বলেন, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। একা একা হয় না তো ঈদ হয় না তো ঈদের খুশি। তাই এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমদের এই ছোট্ট আয়োজন। সমজের সকলে যদি একটু একটু করে যদি এভাবে এগিয়ে আসি তাহলে কোনো ঈদেই আর কোনো শিশুকে আর মলিন হাসি হাসতে হবে না। তাই সকলের কাছে তিনি আবেদন জানান যেন সকলেই আমরা নিজ নিজ অবস্থান থেকে একটু হলেও এগিয়ে আসি।

পুরো প্রোগ্রামটিই হামদ, নাত, কিরাত আর বক্তৃতার মিশেল স্বাদে সাজানো ছিল। সবকিছু শেষেই ইফতার এর আগ মুহূর্তে প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব নার্গিস সুলতানা শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। 

তারপর মোনাজাত শেষে শুরু হয় সকলকে নিয়ে ইফতার। ইফাতার শেষে শিশুদের সাথে নিয়ে এনসিটিএফ চট্টগ্রাম একই ফ্রেমে আবদ্ধ হয় এবং তারপরই সমাপ্তি হয় এই প্রোগ্রাম।

গালিব সাইমুম
চাইল্ড পার্লামেন্ট মেম্বার, এনসিটিএফ,
চট্টগ্রাম।