গাইবান্ধায় হাসপাতালের শিশু ওয়ার্ড আধুনিকায়নের দাবিতে হাসপাতাল তত্ত্বাবধায়কের নিকট স্বারকলিপি প্রদান

গাইবান্ধার ২০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আধুনিকায়ন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সুযোগ-সুবিধার দাবিতে গাইবান্ধা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বরাবর স্বারক লিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা।
০৩ জুন, রবিবার হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন শেষে এনসিটিএফ সদস্যরা হাসপাতালের তত্ত্বাবধায়কের নিকট এ স্বারকলিপি হস্তান্তর করেন।
পরিদর্শনের সময় শিশু ওয়ার্ডের টয়লেট এর সমস্যা পাওয়া যায় এছাড়াও ওয়ার্ডে ঝুড়ি বা গামলা না থাকার জানান রোগীর স্বজনেরা। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরা হয় এবং কয়েকটি দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারক লিপিতে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের আধুনিকায়ন, শিশু রোগীর জন্য পৃথক টিকিট কাউন্টার, শিশু ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করা, হাসপাতালে আগত রোগী ও স্বজনের সন্তানদের জন্য বিনোদন কর্ণার গড়ে তোলা, অন্তঃবিভাগে প্রতিদিন দুইবার করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রাউন্ডের ব্যবস্থা করা, হাসপাতালের পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগের দাবি তুলে ধরা হয়।
দাবির প্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা বলেন, হাসপাতালের ভবন সম্প্রসারণ এর উদ্যোগ নেয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছনতার জন্য প্রতিদিন রোগী ও তাদের স্বজনদের স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়। তিনি আরো জানান, আমাদের লোকবলের সংকট রয়েছে, অর্থ বরাদ্ব কম। তারপরেও আমরা পর্যাপ্ত সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। পর্যায়ক্রমে দাবিগুলো পূরনের চেষ্টা করবেন বলে জানান।
পরিদর্শন ও স্বারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মো. মশিউর রহমান মুছা, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অন্তর, শিশু গবেষক মো:মাহমুদ হাসান সিরাজ, শিশু সাংবাদিক আব্দুল্লাহ আজারাফ, শিশু সংসদ সদস্য মেহেদী হাসান জিহাদ, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার প্রমুখ।