গাইবান্ধায় এনসিটিএফ এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

জেলার শিশু অধিকার পরিস্থিতি বিষয়ে ও এনসিটিএফ এর কার্যক্রম অবহিতকরণ শীর্ষক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সকালে শিশু অধিকার বাস্তবায়নকারী জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা গাইবান্ধার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রেস কনফারেন্সের আয়োজন করে।
জেলা পর্যায়ে স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে জেলার শিশু অধিকার তুলে ধরা হয় কনফারেন্সে।
এছাড়াও জেলায় এনসিটিএফ এর কার্যক্রম উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরা হয়। এ সময় লিখিত প্রেস রিলিজ পরে শুনান এনসিটিএফ সভাপতি আশিকুর রহমান শাওন। এনসিটিএফ এর প্রেক্ষাপট তুলে ধরেন সাধারণ সম্পাদক কন্দকার ওমর আল সানি মুগ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ কার্যনির্বাহী সদস্য শাহজালাল সৌরভ, ফারিয়া আক্তার, হাবিবা খাতুন, রকিবুদ্দৌলা রনি, খুশবু আক্তার, জান্নাতুল মাওয়া, নাওশিন আলভী রক্তিম, হুমায়ুন ইসলাম, মেহেদী হাসান, এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার, মারফিয়া মাহফুজ সিলভী, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাশ, সাংবাদিক উত্তম সরকার, শেখ হুমায়ুন হক্কানী, উজ্জল চক্রবর্তী, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, সময় টিভির হেদায়েতুল ইসলাম বাবু, আরটিভির ফেরদৌস জুয়েল, এটিএন বাংলার ইদ্রিসউজ্জামান মোনা, মাছরাঙ্গা টিভির সিদ্দিক আলম দয়াল সহ জেলার বিভিন্ন দৈনিক পত্রিকার প্রায় ২০ জন সাংবাদিক।