মতবিনিময় সভা

গত ৬ডিসেম্বর ২০১৬খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় শিশু আধিকার কমিশন প্রতিষ্ঠা ও অপশনাল প্রটোকল থ্রি স্বাক্ষর বিষয়ে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সাথে নাগরিক সমাজের মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোঃ ফজলে রাব্বী মিয়া, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এর মাননীয় সভাপতি জনাব মীর শওকত আলী বাদশা; ১৫জন সম্মানীত সংসদ সদস্য সহ নাগরিকসমাজের সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশীদ, ম্যানেজার, পিআরজি, সেভ দ্য চিলড্রেন; ফারুক আলম খাঁন, সিনিয়ার ম্যানেজার-অপারেশন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ; হুমাইরা জামান সুমনা, ইয়ুথ ভল্যান্টিয়ার, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ; শোভন শাহরিয়ার, জেলা ভল্যান্টিয়ার, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, ঢাকা। আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ ঢাকা জেলার সভাপতি জুয়েল আরমান, সহ-সভাপতি বৈশাখী আক্তার মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশিক রানা।
মতবিনিময়কালে বক্তারা শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, পাঠ্য বইয়ে শিশু অধিকার বিষয়ক তথ্য অন্তর্ভুক্তকরণ, শিশুদের জন্য আলাদা টিভি চ্যানেল সম্প্রচার, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিতকরণ, গ্রাম্যাঞ্চলে যেয়ে শিশু অধিকার বিষয়ক সেমিনার এর আয়োজন করা সহ বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।
প্রধান অতিথি এর বক্তব্যে মোঃ ফজলে রাব্বী মিয়া স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে শিশু অধিকার বিষয়ক সেমিনার আয়োজন এর উপর তাগিদ দেন।
তিনি তার বক্তব্যে বলেন শিশু অধিকার কমিশনের কোন প্রয়োজন নেই কারণ শিশু সুরক্ষা আইন এবং সচেতনতা শিশু অধিকার রক্ষার জন্য যথেষ্ঠ। সেমিনার এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন তিনি।
অপশনাল প্রটোকল থ্রি বিষয়ে তিনি তার বক্তব্যে বলেন যদি অপশনাল প্রটোকল থ্রি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনে তাহলে আবশ্যই বাংলাদেশ সেটি স্বাক্ষর করবে।
শিশুদের পক্ষ থেকে মোঃ আশিক রানা বলেন আইন এর সঠিক প্রয়োগ এবং শিশু অধিকার কমিশন গঠন করলে শিশু অধিকার রক্ষা অনেক সহজ হয়ে যাবে।

এনসিটিএফ ঢাকা জেলা কমিটির মতবিনিময় সভা

০৮.১২.১৬ তারিখ বিকাল ৩ ঘটিকায় SOS যুব পল্লী এর শিশুদের সাথে এনসিটিএফ ঢাকা জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এনসিটিএফ সম্পর্কে শিশুদের ধারণা দেয়ার পাশাপাশি শিশুদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব রাশিদা বেগম, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সভাপতি জুয়েল আরমান, শিশু সাংবাদিক (ছেলে) মোঃ জাহিদ হোসেন; শিশু সাংবাদিক (মেয়ে) শিলা আক্তার সুমি, শিশু গবেষক হাসান, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) জুম্মান, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) আজমিরা।

লক্ষীপুর জেলা এনসিটিএফ এর প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিশু অধিকার, সুরক্ষা, জীবন দক্ষতা এবং এনসিটিএফ অপারেশন বিষয়ক ১০ এবং ১১ ডিসেম্বর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে গেলো লক্ষীপুর শিশু একাডেমী তে। প্রশিক্ষণে লক্ষীপুর এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির এবং সাধারণ সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিশুদের শিশু অধিকার, শিশু সুরক্ষা, এনসিটিএফ অপারেশন, নিউজলেটার প্রকাশণা, আইসিটি এবং রাজনৈতিক কর্মকান্ডে শিশুদের ব্যবহার বন্ধে প্রশিক্ষণ এবং দলগত কাজ অনুষ্টিত হয়। প্রশিক্ষণের উদ্বোধণ করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণ পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন এর কেন্দ্রীয় ইয়্যুথ ভলান্টিয়ার জাহিদ আল মামুন।

এনসিটিএফ মুন্সিগঞ্জ জেলায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ জেলা সদস্যদের দুইদিন ব্যাপী আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ জেলা শিশু একাডেমির কার্যালয়ে সম্পন্ন হয়। গত ৯-১০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণটির উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জেসমিন আরা। মোট ১৫ জন শিশুর অংশগ্রহনে প্রশিক্ষণটিতে শিশু অধিকার, সাংবাদিকতা, নিউজলেটার প্রকাশনা, সংবাদ লেখার কৌশল এবং এনসিটিএফ এর আইসিটি ক্ষেত্র সমুহ ইত্যদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রশিক্ষণার্থীরা সংবাদ লেখার ও নিউজলেটার সম্পাদনার ব্যবহারিক অনুশীলন করেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষক ও ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন সফল সমাপ্তি করেন।