এনসিটিএফ আয়োজিত আনন্দঘন লার্ণিং ক্যাম্পে মেতে উঠলো দুই শতাধিক শিশু

গত ১৯ শে ডিসেম্বর এনসিটিএফ মেহেরপুর এর আয়োজনে শিশুদের সাথে কর্মসূচি, সেভ দ্য চিলড্রেন মেহেরপুর এর সহযোগিতায় লার্ণিং ক্যাম্প ২০১৬ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান কালে জনাব মো: খাইরুল হাসান, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, মেহেরপুর বলেন শিশু অধিকার বাস্তবায়নে মেহেরপুর এর মত সারা বাংলাদেশে অতন্দ্রপ্রহরী হিসাবে কাজ করছে এনসিটিএফ। এই শিশু সংগঠন শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিটিএফ এর প্রতি অনেক অভিনন্দন জানাচ্ছি।

সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ এর বিভিন্ন পর্যায়ের কমিটি সদস্যবৃন্দ, এডি সেন্টার, স্পন্সর চাইল্ড লিডার, সিবিএইচই, টিএফডি গ্রুপের ২০০ জন শিশু অংশগ্রহণ করে। যেখানে শিশু নেতৃবৃন্দ ২০১৬ নিজ নিজ দলের কর্মকান্ড উপস্থাপন অভিজ্ঞতা বিনিময় করে। তাছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় (চাচা আপন প্রাণ বাঁচা, চেয়ার সিটিং, কুইজ, একক অভিনয়,  নৃত্য, কৌতুক) অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এই লার্ণিং ক্যাম্পের মাধ্যমে মেহেরপুর জেলার প্রতি স্কুল থেকে একজন এবং এনসিটিএফ ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে প্রত্যেক শিশু সংগঠন কার্যক্রম শেয়ারিং করা হচ্ছে এটা অনেক ভালো কাজ। তোমরা শিশু অধিকার নিয়ে যেমন কাজ করো তেমনি বাল্য বিবাহ নিয়েও কাজ করছো এজন্য আমি তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি এনসিটিএফ সদস্যদের আগামী ২০ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুইটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তিনি বলেন এনসিটিএফ এ কর্মসূচিতে অংশগ্রহণ করলে উক্ত দুটি অনুষ্ঠান জমজমাট ও আনন্দময় হবে।

আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মঈনুল হাসান বলেন এনসিটিএফ এর কার্যক্রম আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই সংগঠন শিশুদের কথা বলে, শিশুদের সার্থেও কথা বলে, শিশু নির্যাতনের কথা বলে। এনসিটিএফ টিম এপ্রোচে কাজ করে এটা আমার ভাল লাগে। তোমরা সুন্দরভাবে এনসিটিএফ এর কাজে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছ, এটা খুবই চমৎকার। আমি তোমাদের আছি থাকবো তোমরা শিশু সংক্রান্ত যে কোন ব্যাপারে আমাকে জানাবে আমি তোমাদের সহযোগিতা করবো।

এনসিটিএফ মেহেরপুর এর আয়োজনে লার্ণিং ক্যাম্প ২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: রশিদুল মান্নাফ কবির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি জনাব মো: ফারুক হোসেন সিনিয়র ম্যানেজার সেভ দ্য চিলড্রেন এছাড়াও এনসিটিএফ সদস্য সহ শিশুদের জন্য কর্মসূচি সেভ দ্য চিলড্রেন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।