এনসিটিএফ শেরপুর জেলায় আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

১৬ এবং ১৭ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমীর, শেরপুর জেলা কার্যালয়ে ন‌্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর এর আয়োজনে দুই দিনব‌্যাপি জেলা পর্যায়ে আইসিটি ভিত্তিক শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার সর্বস্তরের শিশুদের উপর সুষ্ঠ মনিটরিং ও সংবাদ লিখা এবং জেলার মূখপত্র প্রকাশ করার লক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী ও সাধারণ সদস্য হিসেবে ১৫ জন শিশু অংশগ্রহণ করে। প্রশিক্ষণের মাধ‌্যমে শিশুরা সাংবাদিকতার নানা কার্যকর দিক, সংবাদ লিখার প্রক্রিয়া, ওয়েব সাইটে আইসিটি ভিত্তিক সংবাদ প্রকাশ, নিউজলেটার প্রকাশ ইত্যাদি সম্পর্কে সুষ্ঠ ধারণা লাভ করে। প্রশিক্ষণ শেষে এনসিটিএফ শেরপুর জেলা কমিটি আগামী নিউজলেটার প্রকাশের যাবতীয় কার্যক্রমের সূচনা করে। পরিশেষে প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আসলাম খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং প্রশিক্ষণ প্রদান করেন ইয়ুথ ভলান্টিয়ার মমতাজুল ইসলাম রুমন ।