এনসিটিএফ শরীয়তপুরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শিশু একাডেমী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় গতকাল সোমবার বেলা ৩টায় বাংলাদেশ শিশু একাডেমী, শরীয়তপুর মিলনায়তনে জেলা পর্যায়ের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিটিএফ শরীয়তপুরের সহ-সভাপতি আলিজা আলী জেরিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, শরীয়তপুরের বিভিন্ন স্থানে এনসিটিএফ সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে আসছে। এর মধ্যে জেলার বিভিন্ন স্পট, বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। এসকল স্থানে এখনো অনেক শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলছে। আমরা চাই এসব শিশু অর্থের অভাবে কাজে লিপ্ত হলেও তারা যেন লেখাপড়ার সুযোগ পায়। এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা শরীয়তপুর জেলায় এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ এনসিটিএফ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিটিএফ শরীয়তপুর জেলা কার্যনিবাহী কমিটি সভাপতি সাইফুল ইসলাম রিমন বলেন, ইদানীং শিশু নির্যাতন, শিশু শ্রম, ইভটিজিং, শিশু ধর্ষণ এর মতো বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো বন্ধের জন্য গণমাধ্যমকর্মীদের ভুমিকা লক্ষ্যনীয়। আপনাদের সহযোগীতা পেলে এনসিটিএফ শরীয়তপুর আরো দ্রুত গতিতে তাদের পদক্ষেপ গ্রহনে সক্ষম হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন , বর্তমান সরকার শিশুদের অধিকারের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সরকারের লক্ষ্য দেশে কোন পথশিশু থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অনিচ্ছার কারণেই তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তার উজ্জামান, এনসিটিএফ-শরীয়তপুর এর সভাপতি সাইফুল ইসলাম রিমন , সহ-সভাপতি আলিজা আলী জেরিন , যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল, শিশু সাংবাদিক আমিনুল ইসলাম, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাসুদ হাওলাদার সহ প্রমুখ।