বগুড়ায় শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে র‌্যালি

২০ নভেম্বর এনসিটিএফ বগুড়ার উদ্যোগে শিশুর প্রতি সহিংসতা বন্ধ ও শিশু অধিকার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি ও জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয় ।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুজ্জামান।
র‌্যালিতে শতাধিক শিশু অংশগ্রহণ করে। এসময় শিশু বিষয়ক কর্মকর্তা, এনসিটিএফ বগুড়ার কাযনির্বাহি কমিটির সদস্যবৃন্দ সহ সাধারন সদস্য এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।
র‍্যালি চলাকালীন এনসিটিএফ বগুড়ার সভাপতি নুরজাহান পুস্প উপস্থিত শিশুদের উদ্দেশ্যে শিশু অধিকার বাস্তবায়ন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেন।