এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দের হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন (NCTF Sherpur district executive members visited the hospital children’s ward )

রজত সাহা অন্ত ,শিশু সাংবাদিক এনসিটিএফ, শেরপুর: গত 07 জুন রোজ মঙ্গলবার এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বাহী সদস্যবৃন্দ তাদের মাসিক কর্ম পরিকল্পনা অনুযায়ী জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন এ যায়  ।জেলা সদর হাসপাতাল পরিদর্শন করে জানা যায় যে হাসপাতালের শিশু ওয়ার্ডে মাএ ১৬ টি বেড আছে ।এবং সবগুলোতেই মা ও শিশু রয়েছে ।এবং আরও দেখা যায় হাসপাতালের মেঝেতে আর ৪টি বেড রয়েছে ।তবে এই বেডের সংখ্যা অত্যন্ত শোচনীয় ।হাসপাতালে রোগীদের কাছে নার্সেরা তাদের ঠিকমত সেবা দিচ্ছেন কী না জানতে চাইলে তারা বলেন যে নার্সেরা তাদের ঠিক মত সেবা দিচ্ছেন ।রোগীদে মধ্যে অনেকেই অভিযোগ করেন যে হাসপাতালে ডাক্তার মাএ এক বেলা করে আসেন ।কিন্তু নিয়ম অনুযায়ী ডাক্তার আসার কথা দুই বার করে ।অবশেষে একজন মেডিকেল অফিসারকে এই কথা জানালে তিনি বিষয়টিকে গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন ।