এনসিটিএফ মাগুরা জেলা কমিটির মাগুরা সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন (NCTF Magura district committee inspection Magura Sadar Hospital’s Children’s Ward.)

মাগুরা সদর হাসপাতাল এর শিশু ওয়ার্ড পরিদর্শন করে এনসিটিএফ মাগুরা জেলা কমিটির সদস্য বৃন্দ। পরিদর্শন করার সময় দেখা যায় সদ্য জন্মানো শিশুদের অবজারভেশন রুমে শিশুদের তুলনায় অভিভাবকের সংখ্যা বেশি । শিশুদের রোগ জীবাণু থেকে মুক্ত করে নিরাপদে রাখার জন্য অবজারভেশন রুম হলেও অভিভাবকের সংখ্যা বেশি থাকায় শিশুরা সহজে রোগ জীবাণু থেকে মুক্ত হতে পারছে না । ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার বলেন বেশির ভাগ রোগী আসেন গ্রাম থেকে এ কারণে তারা কোন রকম নিয়ম মানতে চান নাহ। তাদের বললেও কথা শোনে না । সমস্যার কথা উল্লেখ করে বলেন হাসপাতালের জনবল কম থাকার কারণে ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে হিমসিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তিনি অভিবাবকদেরকে ০-৬মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন। এতে করে শিশু রোগের হার একদম শূন্যের কোঠায় নিয়ে আশা সম্ভব বলে তিনি জানান। নবজাতক ওয়ার্ডে পরিদর্শনকালে নার্সদের সাথে কথা বলে জানা যায় এই সময় বেশির শিশুই ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া, ডাইরিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে । এছাড়াও অসুস্থ শিশুর অভিভাবকরা বলেন হাসপাতালে চিকিৎসা ভালো পাওয়া যাচ্ছে কিন্তু হাসপাতালের পরিবেশগত পরিষ্কার পরিচ্ছন্নতা পাওয়া যাচ্ছে না । হাসপাতালের বাথরুমগুলো ব্যবহারের মত পরিবেশ নাই।

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি রজত সরকার, সাধারণ সম্পাদক নওরীন নাঈম দৃষ্টি, শিশু গবেষক মোঃ ইউসুফ আলী, শিশু গবেষক সামিয়া সুলতানা সূবর্ণা, চাইল্ড পার্লােমন্ট সদস্য মোঃ রাহিবুজ্জামান খান, চাইল্ড পার্লােমন্ট সদস্য সুমাইয়া ইসলাম সুমী এবং জেলা ভল্যান্টিয়ার শোভন শাহরিয়ার।