জেলা ক্রিড়া অফিসার এর সাথে নরসিংদী এনসিটিএফ এর সাক্ষাত (Narsingdi NCTF members met with district sports officer for promoting NCTF )

সামিয়া নিজাম : গত ২১ জুন অনুষ্ঠিত হয়ে গেলো নরসিংদী এনসিটিএফ এর জুলাই মাসের মাসিক সভা।জেলা এনসিটিএফ এর কারযালয় এ এই সভাটি অনুসঠিতো হয় । সভায় উপস্থিত এনসিটিএফ এর নব-নিরবচিত কমিটির সকল সদসগনএর সাথে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন সদস্যগন এবং জেলা শিশু বিসয়ক কর্মকর্তা । সভার মূল আলোচ্য বিষয় ছিলো এনসিটিএফ এর পরবর্তী ঈদ ইভেন্ট ” এক চিলতে হাসি ” র বাজেট আলোচনা এবং সময় নিরধারন করা। 13518049_1732893256979760_1839876_o

এর পর সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সবাই যায় সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা ক্রিড়া অফিসার  এর সাথে সৌজন্য সাক্ষাত করতে। সেখানে এনসিটিএফ এর কাজ এবং উদ্দেশ্য এর ব‍্যপারে আলোচনা করা হয়।

[Samia Nizam: Narsingdi NCTF monthly meeting has been held on last 21th June. All the members of new elected committee with recent ex members & Advisors were there in BSA office. Main discuss was about their upcoming event -” Ek Chilte hashi – A bit of smile “. Then the team has decided to met with the new district sports officer.]

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর পথশিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গত ২৫ শে জুন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ শিশু একাডেমী ভবনে সমাজের কিছু দুঃস্থ শিশু ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ শফিকুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: মাযহারুল ইসলাম তরু, বাংলা বিভাগের প্রধান,নবাবগঞ্জ সরকারি কলেজ,আমিনুল ইসলাম তন্ময়, জেলা প্রতিনিধি,দৈনিক সমকাল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজন ঘোষ। গোরস্তানের পেশ ইমান মাহফিলের দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সকল সদস্য । সার্বিক  সহযোগীতায় ছিলেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভলানন্টিয়ার গণ।

এনসিটিএফ রাজশাহী জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদককে ফুলের শুভেচ্ছা।

গত ১৫ জুন সাভারের হোপ ফাউন্ডেশনে হয়ে গেল এনসিটিএফ এর জাতীয় সম্মেলন ২০১৬। বাংলাদেশের ৬৪ টি জেলার এনসিটিএফ কমিটির সভাপতি এবং সহসভাপতিদের মিলন মেলায় গঠন করা হয় ২০১৬২০১৭ সালের নতুন কেন্দ্রীয় কমিটি।  কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এর মত গুরুত্ত্বপূর্ণ পদটিতে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এনসিটিএফ রাজশাহী জেলার সভাপতি মোছাঃ জিয়ানা বিনতে জাহিদ মৌরিন নির্বাচিত হয়। এই আনন্দে রাজশাহী এনসিটিএফ এর পক্ষ থেকে গত ২০ জুন ইফতার মাহফিলের এক অনুষ্ঠানে তার এই সাফল্যে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উক্ত আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উমা রানী দাস উপস্থিত ছিলেন।

এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জের জরুরী সভা (Emergency meeting of Chanpainawabganj NCTF)

গত ২০০৬২০১৬ ইং তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু একাডেমী ভবনে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জ একটি জরুরী সভার আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ শফিকুল আলম,এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জএর কার্যনির্বাহী সদস্যগণ জেলা ভলান্টিয়ার্স সভায় উপস্থিত ছিলেন। এবার রোজায় কিছু দুঃস্থ শিশু সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ। তাছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও কিছু দুঃস্থ শিশুদের ঈদবস্ত্র বিতরণ করতে যাচ্ছে।মূলত এই দুবিষয় নিয়ে আলোচনা হয় এই জরুরী সভায়। সভা শেষে আগামী ২৫ জুন প্রায় ৪০জন মানুষকে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর ঈদবস্ত্র বিতরণের নির্দিষ্ট তারিখ ঠিক ওই দিন অর্থাৎ ২৫ তারিখে জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

#সভাপতি #এনসিটিএফ #চাঁপাইনবাবগঞ্জ