এনসিটিএফ মৌলভীবাজার জেলার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান

৬ ই জুন ২০১৬  ইং তারিখ বিকাল ৩ঘটিকায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার জেলার উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত  শিশু পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।তাদের মধ্যে অধিকাংশই শিশু ছিল প্রতিবন্ধী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর লাইব্রেরীইয়ান ফরিদ আহমদ,জেলা ভারপ্রাপ্ত ভলান্টিয়ার কামরুল ইসলাম, বর্তমান কমিটি ও সাবেক কমিটির সদস্যবৃন্দ।

 

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এনসিটিএফ এর স্কুল কমিটি গঠন

গত ৫ জুন গনতান্তিক প্রকিয়ায় ভোটাভোটি ও ন্যাশনাল চিলড্রেন টাষ্ক ফোর্স এনসিটিএফ এর গাইবান্ধা জেলা শাখা  কমিটির কর্ম পরিকল্পনার অংশ হিসাবে গাইবান্ধা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল কমিটি গঠন করা হয় সেই সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রায় ৫০ জনের প্রত্যক্ষ ভোটে ১১ জন বিশিষ্ঠ স্কুল কমিটি গঠন করা হয়। এ সময় আরো ২০০ জন সাধারণ সদস্য হিসাবে এনসিটিএফ এ যোগ দেয়। এরপর এনসিটিএফ এর সাধারণ সদস্যদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ এবং  জেলা ভলান্টিয়ারগণ উপস্তিত ছিলেন।

এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উদ্দোগে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন :

রজত সাহা অন্তু : গত ২৭ মে রোজ শুক্রবার এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উদ্দোগে জেলা শিশু একাডেমী প্রঙ্গনের সামনে পথশিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরনের আয়োজন করা হয় ।”আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত” ।আর এই উক্তিই বাস্তবায়নের লক্ষে এনসিটিএফ সারাদেশব্যাপি কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলা কমিটির  স্থায়ী সদস্যরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিশুদের তাদের ভবিষ্যত স্বপ্ন সম্পর্কে জানতে চাওয়া হলে তাদের মাঝ থেকে অনেকেই বলেন যে তারা ডাক্তার হতে চান, অনেকেই  শিক্ষক হতে চান এবং অনেকেই বলেন যে ইন্জিনিয়ার হতে চান। পরিশেষে তাদের ভবিষ্যত স্বপ্ন পূরণের আশা ব্যক্ত করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয় ।