পথশিশুদের সাথে কিছুক্ষণ

সৌরভ দাস(সদস্য), এনসিটিএফ, পিরোজপুর: এনসিটিএফ মিটিং রুম থেকে বের হয়ে ভাবলাম, যাই কিছু একটা খেয়ে আসি। ঠিক হল ফুসকা খাওয়া হবে।  ফুসকা খেতে গিয়ে দেখলাম /৪টা ছেলে একা একা নিজের মনে খেলা করছে। কিছুক্ষণ পরে ওদের মধ্যে একটা ছেলে এসে বলল, ”ভাইয়া, একটা ফুসকা দেবেন? প্রচণ্ড মায়া লাগল। ফুসকাওয়ালা জাহিদ ভাইয়াকে আরো ৪প্লেট ফুসকা দিতে বললাম। সত্যিই ওদের খুশিটা দেখার মত ছিল। খেয়াল করলাম, ওদের মধ্যে একজনের শরীরে প্রচন্ড জ্বর।  ওকে একটা ওষুধের দোকানে নিয়ে গিয়ে প্যারাসিটামল কিনে দিলাম। তারপর যার যার বাসায় চলে আসলাম। আমাদের থেকে ওদের কষ্টটা  অনেক অনেক বেশি। তাই একটাই অনুরোধ, ওদের সাথে কেউ কোনোদিন খারাপ ব্যবহার করবেন না।