সাভার এনসিটিএফ সদস্যদের জাতীয় সংসদের চলমান অধিবেশন পরিদর্শন

তারিখ : ৪ মে ২০১৬

বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার জন্য ৪মে ২০১৬ সাভার উপজেলার স্কুল এনসিটিএফ- এর চাইল্ড পার্লামেন্ট সদস্যগন জাতীয় সংসদ ভবন ও চলমান সংসদ অধিবেশন পরিদর্শন করেন। এ উদ্দেশ্যে শিশুরা বিকাল ৩-০০টার মধ্যেই সংসদ ভবন চত্বরে তাদের অভিভাবকদেরসহ হাজির হয়।  শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের মাধ্যমে সংগ্রহকৃত পাশের মাধ্যমে শিশুরা বিকাল ৪-০০ টায় সংসদ ভবনে প্রবেশ করে। শিশুদের সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনে সহযোগিতা করার জন্য সংসদ ভবন কর্তৃপক্ষ একজন গাইড নিযুক্ত করে।

গাইডের তত্বাবধানে শিশুরা সংসদ ভবনে প্রবেশ করে প্রথমেই picসংসদের রেপ্লিকা দেখে সংসদ ভবনের কাঠামো ও বিভিন্ন ব্লক সম্পর্কে ধারনা লাভ করে। এরপর তারা সংসদ লাইব্রেরী পরিদর্শন করে। এখানে গবেষনা কর্মকর্তা জনাব শাহীনুর আলম শিশুদেরকে লাইব্রেরীর সংগ্রহ সংখ্যা, পত্রিকা, বৈশিষ্ঠসহ বিভিন্ন তথ্য এবং সংসদ ভবনের নকশা ও কাঠামো সংক্রান্ত বিভিন্ন তথ্য অবহিত করেন। এরপর এনসিটিএফ সদস্যরা জাতীয় সংসদ এর মূল অধিবেশন দেখার জন্য সংসদ গ্যালারীতে প্রবেশ করেন, এ সময় সংসদে সংসদ নেতা প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং অনেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। শিশুদের পরিদর্শন কালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলছিল। শিশুরা আগ্রহ সহকারে এই প্রশ্নোত্তর পর্ব উপভোগ করে। উল্লেখ্য যে সেভ দ্য চিলড্রেনের এ্যাডভোকেসি’র ফলে জাতীয় সংসদে শিশুদের জন্য একটি গ্যালারি / কর্নার তৈরি করে।

পরিদর্শন শেষে শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় এর সজীব মিয়া ও সাভার বালিকা উচ্চ বিদ্যালয় এর ওয়াহীয়া আহমেদ তাদের অনুভূতির কথা তুলে ধরে । সজীব মিয়া বলেন,“এই ধরনের অধিবেশন আমরা শুনেছি ও টিভিতে দেখেছি কিন্তু আজ সারাসরি দেখে খুবই ভালো লাগল।” ওয়াহীয়া আহমেদ বলেন,“ আমরা দেখতে পেয়েছি সংসদে কী বিষয় নিয়ে আলোচনা হয়, কিভাবে স্পিকার সংসদ পরিচালনা করে, কিভাবে সংসদে প্রশ্ন ও উওর প্রধান করে এবং সবচেয়ে লক্ষনীয় বিষয় এখানে দলমত এক সাথে বসে দেশের উন্নয়নে কথা বলছে। ভবিষ্যৎ এ আমরা এই ধরনের অধিবেশন স্থানীয় পর্যায়ে শিশুদের নিয়ে আয়োজন করা হোক এই আশা রাখি।”