এনসিটিএফ, নীলফামারী’র সাথে জলঢাকা দূরন্ত শিশু ফোরামের সমন্বয় সভা

এ টি এম ফয়সাল রাব্বি (রাকিব): “সব শিশুকে সঙে নিয়ে ,বদলে দিব এই পৃথিবী” এই স্লোগানে গত ৮ ই মার্চ তারিখে দূরন্ত শিশু ফোরামের আয়োজনে নীলফামারী শিশু একাডেমিতে অনুসঠিত হয়ে গেল এনসিটিএফ, নীলফামারী’র সাথে জলঢাকা দূরন্ত শিশু ফোরামের সমন্বয় সভা । সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ ,নীলফামারি এবং শিশু ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যগন । সভার উদ্দেশ্য ছিল , তাদের কর্ম প্রয়াস ,নতুন কোনো পরামর্শ , শিশু হিসেবে কাজের মধ্যে নানা সমস্যা ও সমাধানের উপায় ইত্যাদি পরস্পরকে জানানো । সভায় এনসিটিএফ ,নীলফামারী এবং শিশু ফোরাম তাদের গত ৩ মাসের কর্ম প্রয়াস তুলে ধরে এবং আগামী তিনমাসের জন্য কর্ম পরিকল্পনা তুলে ধরে । বিস্তর আলোচনার মাধ্যমে একে অপরের ভুল ত্রুটি বা পরামর্শ , শিশু সংগঠন হিসেবে পরস্পরের সাথে সমন্বয় রক্ষার বিষয়গুলো স্থান পায় আলোচ্য সভায় । আলোচ্য সভায় সহযোগি সঙ্গগঠন হিসেবে ছিল ‘উদায়ংকুর সেবা সংস্থা(ইউএসএস)’ এবং প্ল্যান বাংলাদেশ ।