চাইল্ড পার্লামেন্টের ১৩তম অধিবেশন শুরু

পার্লামেন্টের ১৩ তম অধিবেশন শুরু হয়েছে। সকাল ১০ টায় সমগ্র বাংলাদেশ থেকে আগত ৮৬ জন চাইল্ড পার্লামেন্ট মেম্বার রেজিস্ট্রেশনের মাধ্যমে স্পেক্ট্রা কনভেনশন সন্টোরে প্রবেশ করেন। এর পর একে একে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, আমন্ত্রিত অতিথি বৃন্দের আগমণ ঘটে। সকাল ১০ টায় ১৩ তম চাইল্ড পার্লামেন্টের প্রধান অতিথি, মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোঃ ফজলে রাব্বি মিয়া, এমপি উপস্থিত হলে চাইল্ড পার্লামেন্টের ১৩ তম অধিবেশন এর উদ্ভোধন হয়।

শিশুদেরকে মৌসুমী ফলের স্বাদ দিল এনসিটিএফ বগুড়া

আবীদ শাহরিয়ারঃ

৩০ মে সোমবার এনসিটিএফ বগুড়ার কার্যনির্বাহী সদস্যদের নিজস্ব উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদেরকে মৌসুমী ফল খাওয়ানোর উদ্দেশ্যে একটি অনুষ্ঠান আয়োজনের করা হয় ।

13310507_841269462684017_8750589706644408163_n
অনুষ্ঠানটি বগুড়া জুবলী ইনস্টিটিউট (শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়) এর শিশুদের নিয়ে করা হয় । এখানে ১৫০ জন শিশুকে তরমুজ খাওয়ানো হয় । সব শিশুদের সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।
এ সময় এনসিটিএফ বগুড়া এর সভাপতি নুরজাহান পুষ্প, সাধারণ সম্পাদক আবীদ শাহরিয়ার, শিশু গবেষক আফসানা সাদিয়া মরিয়ম ও মেহরাব হোসেন তানভীর সহ অন্যান্য সদস্যগণ এবং জেলা ভলান্টিয়ার উপস্থিত ছিলেন।