Need access to Basic services

Children in Fullsori Tea Garden of Srimongol are not aware of their basic rights . School dropout is one of the major  problem of the children that lead to child labor. The findings came out through a monitoring visit of  NCTF MouloviBazar Jointly with with Bangladesh Shisu Academy officer and other civil society members. NCTF members visited tea garden to learn children situation. NCTF members visited tea garden to learn children situation.Though Health, Education and Sanitation are three vital component of a human life but the children never experience these facilities here.


চা বাগানের শিশুদের অবস্থা পর্যবেক্ষণ

মাহফুজুর মাহদী ঃ ১৮ ই ডিসেম্বর সকাল ১১ টায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) মৌলভীবাজার,জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি চা বাগানের শিশুদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় এনসিটিএফ সদস্যরা বাগানের শিশু এবং শিশুদের অভিবাবকদের সাথে কথা বলে জানতে পারে যে, অধিকাংশ শিশুই প্রাথমিক পর্যায় শেষে ঝরে পড়ে ।তারা বিভিন্ন শিশু শ্রমে নিয়োজিত হয়ে পড়ে।

IMG_4144তাছাড়া চা বাগানের বিদ্যালয়গুলো বাগান থেকে অনেক দূরে। তাই তাদেরকে অনেক দূর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয় গুলোতে যেতে হয়। জার ফলে শিশুদের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে অনীহা সৃষ্টি হ্য।আরও জানা যায় সেখানে শিশুদের উন্নত চিকিৎসা এবং স্যানিটেশনের অভাব রয়েছে।পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, ফোকাল এনজিও এর নির্বাহী পরিচালক এস.এ. হামিদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাধুরী মজুমদার,এনসিটিএফ  ভলান্টিয়ার  মো: জিল্লুর রহমান,চৈতী দত্ত এবং মৌলভীবাজার জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ