Observe Hand Wash Day

School children learn the right process of hand wash and hygiene process on 18 October 2015 in the celebration program of  ‘Hand wash Day’. The event aimed to raise awareness of hygiene among school students.


শিমুলিয়া এস.পি উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া দিবস উদযাপন

গত ১৮ই অক্টোবর বেলা ১১ টায় শিমুলিয়া এস.পি উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “হাত ধোয়া দিবস” পালন করে। উক্ত হাত ধোয়া দিবসে সেভ দ্যা চিলড্রেন এর মাসুদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও ঠঊজঈ এর জাহিদ হাসান, এফএফ শামিমা আরা বেগম উপস্থিত ছিলেন। মাসুদুর রহমান হাত পরিস্কার রাখার গুরুত্ব ও ওয়াশ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে প্রধান শিক্ষক হাত ধুয়ে ‘হাত ধোয়া দিবস’এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ সদস্যরা সকলকে পানি ঢেলে এবং সাবান সামনে এগিয়ে দিয়ে হাত ধোয়ায় সাহায্য করে।

“নয়ারহাট গণবিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া দিবস উদযাপন ও দেয়ালিকা প্রকাশ”

গত ১৭ই অক্টোবর বেলা ১০.৩০ মিনিটে নয়ারহাট গণবিদ্যাপিঠ উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “হাত ধোয়া দিবস” পালন করে।উক্ত হাত ধোয়া দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুর রহমান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও ঠঊজঈ এর প্রতিনিধি শামিমা আরা বেগম উপস্থিত ছিলেন। শামিমা আরা বেগম সকলকে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দেন। পরে প্রধান শিক্ষক হাত ধুয়ে ‘হাত ধোয়া দিবস’এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ সদস্যরা সকলকে পানি ঢেলে এবং সাবান সামনে এগিয়ে দিয়ে হাত ধোয়ায় সাহায্য করে।

এছাড়াও এনসিটিএফ সদস্যরা সকল শ্রেণি থেকে গল্প, কবিতা, ছড়া, ছবি সংগ্রহ করে এবং শিক্ষকদের সহযোগিতায় সেগুলো থেকে বাছাইকৃত গল্প, কবিতা, ছড়া ও ছবি দিয়ে ‘দেয়ালিকা’ প্রকাশ করে। দেয়ালিকা প্রকাশে তাদের বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা ইয়াসমিন জেবিন সর্বাত্মকভাবে সহযোগিতা করেন।

Children celebrated ‘Hand Washing Day’

Sixty students from thirty school at Savar were gathered in Gohail Bari High School on 19,October 2015  to celebrate ‘Hand Washing Day’. School children learn the right process of hand wash and hygiene process. The event aimed to raise awareness of hygiene among school students.


গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া দিবস উদযাপন

গত ১৯ শে অক্টোবর বেলা ১১টায় গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “হাত ধোয়া দিবস” পালন করে। উক্ত হাত ধোয়া দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও VERC এর প্রতিনিধি শামিম আরা বেগম উপস্থিত ছিলেন। শামিমা আরা বেগম সকলকে হাত ধোয়ার নিয়ম শিখিয়ে দেন। পরে প্রধান শিক্ষক হাত ধুয়ে ‘হাত ধোয়া দিবস’এর উদ্বোধন করেন। এসময় এনসিটিএফ সদস্যরা সকলকে পানি ঢেলে এবং সাবান সামনে এগিয়ে দিয়ে হাত ধোয়ায় সাহায্য করে।

গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ে নভেম্বর মাসের মাসিক মিটিং সম্পন্ন

গত ২২.১১.২০১৫ইং তারিখে গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা তাদের মাসিক মিটিং সম্পন্ন করেছে। তাদের মিটিং-এ কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন- সাধারণ সদস্যবৃন্দ, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানোয়ার হোসেন, ঠঊজঈ এর প্রতিনিধি শামিমা আরা বেগম ও সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসিমিন।
সভার আলোচ্য বিষয় ছিল:
১. কমিটির পুনর্গঠন।
২. দেয়ালিকা পুনঃপ্রস্তুত।
৩. সাধারণ সদস্য সংগ্রহ।
৪. ডাটা প্রেরণ।
৫. আগামী মাসের মাসিক মিটিং।

সিদ্ধান্তসমূহ:
১. কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এস.এস.সি পরীক্ষার্থী হওয়ায় তাদেরকে কো-অপ্ট করে সাধারণ সদস্যদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে নতুন সদস্য নেয়া হয়।
২. এনসিটিএফ-এর সদস্যদের তৈরিকৃত ‘দেয়ালিকা’ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নভেম্বর মাসের মধ্যেই পুনঃ প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়।
৩. সাধারণ সদস্য সংগ্রহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
৪. প্রতি মাসের ১-৩ ও ১৫-১৭ তারিখের মধ্যে ডাটা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৫. ডিসেম্বর মাসের মিটিং আগামী ২০.১২.১৫ ইং তারিখের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আর কোন বিষয় না থাকায় সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

বাল্য-বিবাহ বন্ধে জেলা প্রশাসকের নতুন কৌশল

হাসান মাহমুদঃ ”বাল্য-বিবাহ একটি সামাজিক অপরাধ, ১৮ এর আগে বিয়ে নয় ২০ এর আগে সন্তান নয়’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গত ৩০ নভেম্বোর ২০১৫ তারিখে মেহেরপুর সদর উপজেলার কনফারেন্স কক্ষে হয়ে গেল ’’বাল্য-বিবাহ নিরোধকল্পে বিবাহ নিবন্ধক,ইমাম ও ধর্মীয় শিক্ষকগণের করনীয়’’ শীর্ষক মতবিনিময় সভা। উক্ত সভায় প্রধান অথিতি হিসাবে ছিলেন, জনাব মোঃ শফিকুল অইসলাম, জেলা প্রশাসক,মেহেরপুর, বিশেষ অথিতি ছিলেন, জনাব মোঃ হেমায়েত হোসেন,উপ-পরিচালক স্থানীয় সরকার,মেহেরপুর এবং সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মঈনুল হাসান,উপজেলা নির্বাহী অফিসার মেহেরপুর সদর। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেরপুর সদর, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ধর্মীয় শিক্ষক,চেয়ারম্যান,কাজিগণ,এনজিও প্রতিনিধি এবং শিশু প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সভাপতি, জনাব মোঃ লাল মিয়া,জনাব মোঃ হাসান মাহমুদ, সভাপতি মেহেরপুর সদর উপজেলা,জান্নাতুল ফেরদৌস লাকী,সহ সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের বাল্য-বিবাহ বন্ধের পরামর্শ/সুপারিশের জন্য মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়। মুক্ত আলোচনায় কাজী,ইমাম,এনজিও প্রতিনিধি,সরকারি কর্মকর্তা,চেয়ারম্যান এবং শিশুরা সকলে তাদের মুল্যবান মতামত/সুপারিশ/পরামর্শ তুলে ধরেন। যেমন, ওয়ার্ড পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত বাল্য-বিবাহ প্রতিরোধ কমিটি থাকবে, উল্লেক্ষ প্রতিটি কমিটিতে শিশু প্রতিনিধি হিসাবে এনসিটিএফ সদস্যদের অন্তভুক্ত করা হবে। উপস্থিত সকলের একটাই কথা যে কোনো মুল্যে মেহেরপুর জেলাকে বাল্য-বিবাহমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে হবে।

পরিশেষে মাননীয় জেলা প্রশাসক,মেহেরপুর বলেন, ’’বাল্য-বিবাহ বন্ধে আমাদের ১৯৭১ সালের যুদ্ধের সময়ের মত জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমি অচিরেই মেহেরপুর জেলাকে বাল্য-বিবাহ মুক্ত করতে চাই এবং প্রতিটি কমিটিকে শফথ বাক্য পাঠ করান হবে। আর আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আজ থেকে বাল্য-বিবাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতে চায়। সবশেষে অনুষ্ঠানেরসভাপতি, মেহেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সমাপনি বক্তব্যের মাধ্যমে শীর্ষক কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।