Children celebrate victory day

A quiz competition organized at Shimulia High School Savar in Dhaka on 16 December to observe victory day. School NCTF members organized different event including cultural program and competition with the support of teachers.


বিজয় দিবসে এনসিটিএফ এর কুইজ প্রতিযোগিতা

ফারজানা ইয়াসমিনঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর ঢাকার সাভারের শিমুলিয়া এসপি উচ্চ বিদ্যালয়ের এনসিটিএফ সদস্যরা “কুইজ প্রতিযোগিতার” আয়োজন করে। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল “এনসিটিএফ ও আমাদের বিদ্যালয়।”

এনসিটিএফ সদস্যরা সহকারী শিক্ষক মোঃ মাসুদ আল নূর এর সহযোগিতায় প্রশ্নপত্র তৈরি করে। পরে অংশগ্রহণকারী সকলকে ১টি করে প্রশ্নপত্র ও কলম দেয়া হয়।নির্ধারিত সময় শেষে প্রশ্নপত্র জমা নিয়ে শিক্ষকের নিকট জমা দেয়া হয়। প্রশ্নপত্র মূল্যায়ন করে সহকারী শিক্ষক নিখিল চক্রবর্তী ও সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন।কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আম্বিয়া, ২য় নহাফিজুল, ৩য় স্থান অধিকার করে- আনিকা। তারা তিনজনই ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বিজয় দিবস অনুষ্ঠানে আরও ছিল কবিতা আবৃত্তি, গান, নাচ, কৌতুক রচনা প্রতিযোগিতা। সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য‘নাগরদোলার’ ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন এর সিআরপি মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি এনসিটিএফ কী, এর লক্ষ্য উদ্দেশ্য ও আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশিপ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের বিজয় দিবস অনুষ্ঠানে এনসিটিএফ কে এরকম একটি প্রতিযোগিতা করার সুযোগ করে দেয়ায় বিদ্যালয়ের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।