NCTF raise concern for health facilities

NCTF members visited Government Mohamad Ali Hospital in Bogra on 2 December 2015. They submitted a written complain to Dr. Moammad Akbar, Director of Hospital, after their monitoring visit .Different problems including lack of bed, food and treatment by trainee nurse were the major problem identified through this visit. In addition unhygienic environment and more other irregularities observed in the children ward. The director promised NCTF to take the possible action to remove the problem.


বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ বগুড়া

০২ ডিসেম্বর বুধবার বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শন করে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া।হাসপাতালের শিশু ওয়ার্ডে এনসিটিএফ টিমের কাছে রোগীরা বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরে।

শিশু ওয়ার্ডে বরাদ্দকৃত বেডের সংখ্যা মাত্র ২০। তারা অভিযোগ করেন শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে বেড পায় এমন রোগীর সংখ্যা খুবই কম। কমপক্ষে ১-২ দিন বারান্দায় কিংবা ওয়ার্ডের মেঝেতে থাকার পর বেড নিতে হয় তাদের।অদক্ষ শিক্ষানবিশ নার্সদের দিয়ে শিশুদের বিভিন্ন ইঞ্জেকশন থেকে শুরু করে ক্যানোলা সহ বিভিন্ন সেবা দেয়া হয়।ওয়ার্ডের ভিতরে বেডের আশেপাশে এবং বারান্দায় অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে অবস্থা দেখা যায়। ওয়ার্ডে ও বিভিন্ন বেডে বিড়ালের বিচরণ ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।তারা অভিযোগ করেন রাতের খাবার বিকেল ৫টায় দেয়া হয় যা পরবর্তী সকালের দেয়া খাবারের সাথে ১৫ ঘন্টার ব্যবধান হয়ে যায়।

পরে এসব অভিযোগগুলো লিখিত আকারে হাসপাতালটির তত্বাবধায়ক ডা. শেখ মোঃ আবরাব হোসেন এর কাছে তুলে ধরে এনসিটিএফ বগুড়ার সভাপতি জাওয়াদুল করিম জীসান।কিছু অভিযোগ শিকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান, এবং এনসিটিএফ এর এমন কাজকে সাধুবাদ জানান হাসপাতালটির তত্বাবধায়ক।