ব্রাহ্মণবাড়িয়ায় সেভ দ্য চিলড্রেন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে প্রশিক্ষ কর্মশালা সম্পন্ন :

এনসিটিএফ সদস্যদের জীবন দক্ষতা ও মান উন্নয়ন লক্ষে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেলো ২ দিন ব্যাপী শিশু অধিকার,জীবন দক্ষতা,নিউজলেটার প্রকাশনা,আইসিটি ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালাটি পরিচলনা করেন করেন সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস টুম্পা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রিয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাপাতেত জামিল নওশান, সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব, শিশু গবেষক মাহিয়া চৌধুরী ও জেলা ভলেন্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস এবং এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদৃন্দ।