ব্রাহ্মণবাড়িয়ায় সেভ দ্য চিলড্রেন ও শিশু একাডেমীর যৌথ উদ্যোগে প্রশিক্ষ কর্মশালা সম্পন্ন :

এনসিটিএফ সদস্যদের জীবন দক্ষতা ও মান উন্নয়ন লক্ষে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত হয়ে গেলো ২ দিন ব্যাপী শিশু অধিকার,জীবন দক্ষতা,নিউজলেটার প্রকাশনা,আইসিটি ও এনসিটিএফ অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালাটি পরিচলনা করেন করেন সেভ দ্য চিলড্রেন এর সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস টুম্পা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিটিএফ কেন্দ্রিয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি সাপাতেত জামিল নওশান, সাধারণ সম্পাদক ছানিয়া জাহান পুষ্প, শিশু সাংবাদিক আফনান আলম সাকিব, শিশু গবেষক মাহিয়া চৌধুরী ও জেলা ভলেন্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস এবং এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্যদৃন্দ।

এনসিটিএফ খুলনার সংবাদ সম্মেলন

এনসিটিএফ’র কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা

খুলনা জেলা এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে শিশু একাডেমী, প্লান বাংলাদেশ এবং সেভ দি চিলড্রেনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১টা ৩০মিনিটে নগরীর শিশু একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশু সাংবাদিক মারজিয়া ইসলাম প্রাপ্তি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, খুলনার বিভিন্ন স্থানে এনসিটিএফ সদস্যরা শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে আসছে। এর মধ্যে নাগের বাজার বিভিন্ন স্পট, রেল বস্তি, বিসিক শিল্প নগরী, বাসস্ট্যান্ড উল্লেখযোগ্য। এসকল স্থানে এখনো অনেক শিশু বিভিন্ন ধরণের ঝুঁকিপূর্ণ কাজ করে চলছে। আমরা চাই এসব শিশু অর্থের অভাবে কাজে লিপ্ত হলেও তারা যেন লেখাপড়ার সুযোগ পায়। এনসিটিএফ জেলা কমিটির সদস্যরা খুলনা জেলায় এনসিটিএফ এর কার্যক্রম পরিচালনার জন্য কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ এনসিটিএফ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, বর্তমান সরকার শিশুদের অধিকারের বিষয়ে যথেষ্ট আন্তরিক। সরকারের লক্ষ্য দেশে কোন পথশিশু থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে শিশুদের অনিচ্ছার কারণেই তাদের পুনর্বাসন করা সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, এনসিটিএফ’র উপদেষ্টা মিদুল ইসলাম মৃদুল, সভাপতি লিটন হাওলাদার, সহ-সভাপতি পুজা সাহা, সাংগঠনিক সম্পাদক দীপন দে, শিশু সাংবাদিক আরিয়ান নুহান, শিশু গবেষক সানজিদা ইসলাম, সানজিদ হাসান সাজিদ, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইমাম আবু জোবায়ের প্রমুখ।

এনসিটিএফ ময়মনসিংহের আগস্ট মাসিক সভা অনুষ্টিত (The monthly meeting of NCTF Mymensingh was held in August)

১১ই আগষ্ঠ,২০১৬ রোজ বৃহস্পতিবার বেলা .৩০ মিনিট ময়মনসিংহ এনসিটিএফ এর মাসিক মিটিং অনুষ্ঠিত হয় উক্ত মিটিং এনসিটিএফ এর সকল কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং সাধারন সদস্যরাও  উপস্থিত ছিলেন । উক্ত মিটিং সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা এনসিটিএফ এর সভাপতি শামস্ আল জাফির  মিটিং এর আলোচ্য  বিষয় ছিল
২০১৬ সালের পত্রিকা ছাপানোর জন্য লেখা সংগ্রহ করা
. আইডি কার্ডের জন্য ছবি সংগ্রহ করা
.১৫ আগষ্ঠ ২০১৬ বিকাল ৪টার মিলাদ মাহফিল করা
. ময়মনসিংহ এনসিটিএফ এর পূর্নমিলনি আনন্দ ভ্রমনএর দিন তারিখ নির্ধারণ  করা।

শামস আল জাফির,
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।