ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

অাব্দুল্লাহ অাল অাসিফ : ১৯-০৮-১৬ শুক্রবার সকাল দশটায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর সদস্যদের নিয়ে হয়ে গেল ওরিয়েন্টেশন কর্মশালা। কর্মশালায় শিশু একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।কর্মশালায় দেশাত্মবোধক দেশপ্রেম, বাঙালি ঐতিহ্য ও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে জঙ্গিবাদ ও অপসংস্কৃতি রহিত করনের বিষয়ে অালোচনা করা হয়। উক্ত কর্মশালায় এনসিটিএফ কিশোরগঞ্জ এর সম্মানিত সভাপতি জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন।তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের জন্য অাহব্বান জানান।

নরসিংদীতে এনসিটিএফ এর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত।

মোবারক হোসেনঃ ১৯-০৮-২০১৬ সম্পন্ন হয়ে গেল এনসিটিএফ নরসিংদী জেলার দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন নরসিংদী জেলার সিওয়াইভি সুমনা শিল্পী।আইসিটি এবং এনসিটিএফ এর উপর ১টি সেশন নেন প্রাক্তন সদস্য এবং এনসিটিএফ আইটি এক্সপার্ট শিমুল আহমেদ তরঙ্গ । প্রশিক্ষনে্র মূলমন্ত্র ছিলো “আমরা কুঁড়ি ফুটব কাল”। এসময় নরসিংদী জেলার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সাথে আরো অংশগ্রহন করে এনসিটিএফ এর সাধারন সদস্যরা। সার্বিক সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারনেশাল বাংলাদেশ, বাংলাদেশ শিশু একাডেমী এবং এনসিটিএফ নরসিংদীর জেলা ভলান্টিয়ারগন। প্রশিক্ষনে জীবন দক্ষতা,শিশু অধিকার,আইসিটি এবং রাজনীতি তে শিশুদের ব্যবহার নিয়ে আলোচনা করা হয় ।