এনসিটিএফ শিশুরা মানুষ গড়ার কারিগর

এনসিটিএফ রায়ের বাজার এর উদ্যেগে গত ২৮/১১/২০১৬ রোজ সোমবার সকাল ০৯ টায় বৈশাখি খেলার মাঠে লানিং ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪ নং ওর্য়াডের কাউন্সিলর জনাব আলহাজ্ব মো: তাহের খান বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম এনসিটিএফ অনেক গুছিয়ে সুন্দর কাজ করতে পারে। এককথায় এনসিটিএফ আর্দশ মানুষ গড়ার কারিগর।

লানিং ক্যাম্পে ২০০ জন্য শিশুর মাঝে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যেমন: কুইজ, মিউজিক্যাল চেয়ার, ঘুরি উড়ানো, বালিশ খেলা সারাদিন ব্যাপি অনুষ্ঠানে এনসিটিএফ, এডি, স্পন্সরশীপ, এসএইচএন, সিবিএইচই, বিই সহ বিভিন্ন দলের শিশু নেতৃবৃন্দ তাদেও নিজ নিজ কর্মসূচির অভিজ্ঞতা বিনিময় করেন, তারা কোথায় কিভাবে কি কাজ করেন। এই কর্মসুচির মাধ্যমে রায়েরবাজার এলাকায় শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের মতামত তুলে ধরেন।

এনসিটিএফ সভাপতি মো: আমির হোসেন আরিফ এর সভাপতিত্বে আরো উপন্থিত ছিলেন ৩৪ নং ওর্য়াড আওয়ামীলিগ এর সাধারন সম্পাদক জনাব মো: সিদ্দিকুর রহমান, আবু জাফর মোহাম্মদ হোসাইন সিনিয়র অফিসার, মো: শহিদুল ইসলাম শান্ত, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। শায়লা সুলতানা, প্রোগাম ম্যানেজার (আইসিডিপি) আফরিন আক্তার, প্রোগাম অফিসার (সিপি-সিআরজি), জান্নাতুল ইসলাম টুম্পা, সোস্যাল ওর্য়াকার, মানবিক সাহায্য সংস্থা। এনসিটিএফ সদস্য সহ বিভিন্ন শিশুদলের মোট ২২০ জন অংশগ্রহণ করেন।

পিরোজপুর জেলার সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়ের এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

অদ্য ১৪/১১/১৬ তারিখ ন্যাশনাল চিলড্রেন’স টাষ্কফোর্স (এনসিটিএফ) পিরোজপুর এর সদস্যবৃন্দ শিশু হত্যা বন্ধ ও শিশু সুরক্ষা নিশ্চিত করার দাবীতে পিরোজপুর জেলার সম্মানীয় জেলা প্রশাসক মহোদয়ের এর মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে। এই সময় পিরোজপুর এনসিটিএফ এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা এর নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর রবিবার বাংলাদেশ শিশু একাডেমী, গাইবান্ধা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো.মোশাররফ হোসেন প্রধান। এতে সভাপতিত্ব করেন এনসিটিএফ সভাপতি মোঃ আশিকুর রহমান শাওন। এতে আরো উপস্থিত ছিলেন  এনসিটিএফ সাধারণ সম্পাদক মোঃ ওমর আল সানি মুগ্ধ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবা খাতুন প্রাপ্তি, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার সৌরভ,  চাইল্ড পার্লামেন্ট মেম্বার মোঃ রকিবুদ্দৌলা রনি ও জান্নাতুল মাওয়া সোমা, শিশু গবেষক রকিবুল হাসান রানা,  শিশু সাংবাদিক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান মুছা, এবিএম রায়হান হক রাফি, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ তুষার ও মারফিয়া সিলভী।

সভায় কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়ঃ
১. এনসিটিএফ এর ২টি মুখপত্র প্রকাশের জন্য ২ টি সম্পাদনা পরিষদ গঠন।
২. বাজেট প্রাপ্তি সাপেক্ষে আগামী ৩১ ডিসেম্বরে পত্রিকা প্রকাশনা।
৩. প্রেস কনফারেন্স ও র্যালি আগামী ১৯ ডিসেম্বর।

মতবিনিময় সভা

সুইডেন ডেনমার্ক এর মেইল এ্যডভাইজর রেসমস এর সাথে এনসিটিএফ সাভার উপজেলা কমিটির মতবিনিময়। সভাতে এনসিটিএফ সাভার উপজেলার বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ এনসিটিএফ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২৮/০৯/২০১৬ তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ),হবিগঞ্জ জেলা শাখার দশম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করে (এনসিটিএফ) এর সদস্যরা। ২০০৬ সালের ২৮শে সেপ্টেম্বর  হবিগঞ্জ  জেলায় এনসিটিএফ যাত্রা শুরু করে।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী,হবিগঞ্জ জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব ইসরাত জাহান,শিশু বন্ধু বিশিষ্ট সাংবাদিক জিয়া উদ্দীন দুলাল।  আরো  উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলার  ভলান্টিয়ার সামিয়া চৌধুরী  সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান আরিফ এবং ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স,হবিগঞ্জ জেলার  সভাপতি আমিনুল ইসলাম সাকিল, এনসিটিএফ এর কার্যনির্বাহী কমিটি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এবং বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কমিটির সদস্যরা।

 

শিশুদের জন্য নেই কোন স্কুল (There is no school for children)

আমাদের গ্রামের নাম মহিনন্দ চরপাড়া। এটি কিশোরগঞ্জ শহর হতে অনেকটা দূরে। এলাকায় প্রায় চার হাজার মানুষের বাস।কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। তাই বাধ্য হয়ে তিন থেকে চার কিলোমিটার দূরের এক বিদ্যালয়ে গিয়ে পড়তে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয় দূরে হওয়ার কারনে অনেক শিশু স্কুলেই যায় না। সরকার ঐ এলাকায় স্কুল প্রতিষ্ঠার উদ্দোগ নিলে ভূমি মন্ত্রনালয় ৩১ শতক খাস জমি বরাদ্দ দেয়। কিন্তু হঠাৎ করে স্থানীয় এক প্রভাবশালী জমি দখল নেয় এবং সেখানে অবকাঠামো তৈরি করে।তার কাছে জানতে চাইলে সে দাবি করে সে জমিটি কিনেছে। এ বিষয়ে দুইটি মামলা হলে দুই মামলাতেই সে হারে। মামলায় হারার পরও প্রসাশন তাকে উচ্ছেদ করে কেন স্কুল নির্মান করছে না তা এখন সবার প্রশ্ন। এই বিষয়ে একাত্তর টিভিতে সংবাদ এসেছে।

Abdullah Al Asif
Child journalist
NCTF,Kishoreganj

এনসিটিএফ, নীলফামারী’র সাথে জলঢাকা দূরন্ত শিশু ফোরামের সমন্বয় সভা

এ টি এম ফয়সাল রাব্বি (রাকিব): “সব শিশুকে সঙে নিয়ে ,বদলে দিব এই পৃথিবী” এই স্লোগানে গত ৮ ই মার্চ তারিখে দূরন্ত শিশু ফোরামের আয়োজনে নীলফামারী শিশু একাডেমিতে অনুসঠিত হয়ে গেল এনসিটিএফ, নীলফামারী’র সাথে জলঢাকা দূরন্ত শিশু ফোরামের সমন্বয় সভা । সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ ,নীলফামারি এবং শিশু ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যগন । সভার উদ্দেশ্য ছিল , তাদের কর্ম প্রয়াস ,নতুন কোনো পরামর্শ , শিশু হিসেবে কাজের মধ্যে নানা সমস্যা ও সমাধানের উপায় ইত্যাদি পরস্পরকে জানানো । সভায় এনসিটিএফ ,নীলফামারী এবং শিশু ফোরাম তাদের গত ৩ মাসের কর্ম প্রয়াস তুলে ধরে এবং আগামী তিনমাসের জন্য কর্ম পরিকল্পনা তুলে ধরে । বিস্তর আলোচনার মাধ্যমে একে অপরের ভুল ত্রুটি বা পরামর্শ , শিশু সংগঠন হিসেবে পরস্পরের সাথে সমন্বয় রক্ষার বিষয়গুলো স্থান পায় আলোচ্য সভায় । আলোচ্য সভায় সহযোগি সঙ্গগঠন হিসেবে ছিল ‘উদায়ংকুর সেবা সংস্থা(ইউএসএস)’ এবং প্ল্যান বাংলাদেশ ।

সুনামগঞ্জ এনসিটিএফ এর মে মাসের মাসিক সভা অনুষ্ঠিত

এনসিটিএফ সুনামগঞ্জ জেলা কমিটির মাসিক সভা গত ০২/০৫/২০১৬ তারিখে বিকাল ০৪.৩০ মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী সুনামগঞ্জ এ অনুষ্ঠিত হয়। সভায় এনসিটিএফ সুনামগঞ্জ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব বাদল চন্দ্র বর্মন ও ভলেন্টিয়ার: জনাব অাব্দুল্লাহ্ জুবায়ের।
উক্ত সভার আলোচ্য বিষয় ছিল :
শিক্ষাসফর।
সভায় গৃহীত সিদ্ধান্ত 13124548_612243492264582_7043620007325633914_n
আগামী ১৩ই মে ২০১৬ রোজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ সুনামগঞ্জ এর উদ্যোগে শিক্ষা সফর এর আয়োজন করা হয়েছে।

মো:তানভির আহমেদ
চাইল্ড পার্লামেন্ট মেম্বার,
এনসটিএফ সুনামগঞ্জ।

ব্রাহ্মণবাড়িয়ায় শীতবস্ত্র বিতরণ

ফুয়াদ হাসান: গত ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স(এনসিটিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলানায়তনে প্রায় তিন শতাধিক শিশু পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন। এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ-সভাপতি জারিয়াতুল্লাহ খানম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ(প্রা.) হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাইদ, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ।

শিশু সাংবদিক মাকসুদা চৌধুরী পলির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার এইচ. এম. মুতাচ্ছিম সীমান্ত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন এনসিটিএফ এর শিশুরা এই বয়সেই জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরো উন্নত দেশে পরিণত করবে।

এসময় অন্যান্যদের মধ্যে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়া কমিটির নতুন এবং পুরাতন সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো অনেক গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

শিশু বিবাহ পরিবার দেশ ও জাতির জন্য অভিশাপ

হুমায়রা হোসেন শারা,(বয়স-১৪বছর): ভোলা সদর উপজেলা নিবার্হী অফিসার কাজী তোফায়েল হোসেন বলেন, শিশু বিবাহকে না বলুন, শিশু বিবাহ সমাজ, জাতি তথা দেশকে ক্ষতিগ্রস্ত করে। শিশু বিবাহ এক ধরনের অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু তাই নয় মেয়েরা হচ্ছে মায়ের জাতি মায়ের প্রতি ভালবাসা দায়বদ্ধতা থেকে সমাজের প্রতিটি ব্যক্তিকে এগিয়ে আসতে হবে শিশু বিবাহ রোধ করার জন্য। কারন শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না।আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশু বিবাহ আইনে তার  শাস্তি পেতে হবে। ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডকে শিশু বিবাহ মুক্ত হওয়া উপলক্ষ্যে উন্মক্ত সভায় ভোলা সদর উপজেলা নিবার্হী অফিসার কাজী তোফায়েল হোসেন এ কথা বলেন। মঙ্গলবার বিকালে ২নং ওয়ার্ডের খন্দকার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনি এসব কথা বলেন।

ইউনিসেফের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্প আয়োজনে সভায় সভাপত্বিত করেন ধনিয়া ইউনিয়ানের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর। এসময় উপস্তিত ছিলেন কোস্ট ট্রাস্ট ইকো ফিস প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মকর্তা সোহেল মাহামুদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হাওলাদার,১নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ গোলদার,মধ্যে ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা,প্রাক্তন মেম্বার মো:কামাল হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্পের ইউনিয়ান সম্মনয়কারী আদিল হোসেন তপু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড উন্নয়ন কমিটির কিশোরী সদস্য বিবি ফাতেমা। কোরআন তেলওয়াত করেন ওয়ার্ড উন্নয়ন কমিটির সদস্য নুরে আলম পলাশ।সভায়ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ কয়েক শতাধিক মহিলা ,পুরুষ,কিশোর- কিশোরীরা উপস্তিত ছিলেন।

এসময় প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার কাজী তোফায়েল হোসেন আরও বলেন,কোন অবস্থাতেই শিশু বিবাহ মেনে নেয়া যাবেনা। বিয়ের আগে অবশ্যই তার জন্ম নিবন্ধন সঠিক আছে কিনা তা যাচাই বাচাই করে বিয়ে সম্পন্ন করতে হবে।এর জন্য চেয়ারম্যান মেম্বার,কাজী,ঈমমা,শিক্ষকদের মনিটরিং করতে হবে। কারন শিশু বিবাহ একটি সামাজিক অন্যায় একে প্রতিরোধ করতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের জুলাই থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ থেকে  শিশু বিবাহ পুরোপুরি বন্ধ করতে হবে। তাই সবাইকে ঐক্য বদ্ধভাবে বাল্য বিবাহ রোধ করতে হবে।

ধনিয়া ইউনিয়ানের চেয়ারম্যান এমদাদ হোসেন কবীর বলেন, অল্প বয়সে বিবাহের কারনে মেয়েরা বহুবিধ রোগে আক্রান্ত হয় এবং মা হওয়ার পর অপুষ্টিতে ভূগতে থাকে। বিধায় বাল্য বিবাহের শিকার শিশুর শারিরীক অপুষ্টির পাশাপাশি মানষিক ও বুদ্ধি বৃত্তির বিকাশ হয় না। সভা শেষে ধনিয়া ইউনিয়ানকে শিশু বিবাহ মুক্ত করতে এক শপথ বাক্য পাঠ করা হয়।